অলিম্পিকে ভার্জিন দ্বীপপুঞ্জ

ভার্জিন দ্বীপপুঞ্জ প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৬৮ সালে এবং তারপর থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছে শুধু ১৯৮০ গেমস ছাড়া, যাতে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করেছিল। শীতকালীন অলিম্পিক গেমসে ১৯৮৮ সালে অভিষেক, এরপরের ২০১০ শীতকালীন গেমস বাদে প্রতিটি গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

অলিম্পিক গেমসে ভার্জিন দ্বীপপুঞ্জ

মার্কিন যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জের পতাকা
আইওসি কোড  ISV
এনওসি ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.virginislandsolympics.com (ইংরেজি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস

ভার্জিনের পক্ষে একমাত্র পদক জিতে পিটার হোলবার্গ। তিনি ১৯৮৮ গ্রীষ্মকালীন গেমসে সেইলিংয়ে রৌপ্য পদক জিতেন।

ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় অলিম্পিক কমিটি ১৯৬৭ সালে গঠিত হয় এবং একই বছর আইওসির স্বীকৃতি লাভকরে।

পদক তালিকা সম্পাদনা

ক্রীড়া অনুযায়ী পদক সম্পাদনা

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  সেইলিং 0 0
সর্বমোট 0 0

বহিঃসংযোগ সম্পাদনা

  • "Virgin Islands, US"। International Olympic Committee। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "United States Virgin Islands"। Sports-Reference.com। ৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬