অলিজিহ্ব্য নাসিক্যধ্বনি

অলিজিহ্ব্য নাসিক্যধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়। আইপিএতে [ɴ]
বাংলা লিপিতে এই ধ্বনির কোনও বিশেষ বর্ণ নেই।

ঘোষ অলিজিহ্ব্য নাসিক্যধ্বনি
ɴ
আধ্বব সংখ্যা120
এনকোডিং
এন্টিটি (দশমিক)ɴ
ইউনিকোড (ষটদশমিক)U+0274
এক্স-সাম্পাN\
কার্শেনবমn"
ব্রেইল⠔ (ব্রেইল নিদর্শন বিন্দু-35)⠝ (ব্রেইল নিদর্শন বিন্দু-1345)
অডিও নমুনা
noicon
অলিজিহ্ব্য নাসিক্যধ্বনির বৈশিষ্ট্যসমূহ
জাত ব্যঞ্জন
বায়ুর সঞ্চালক ফুসফুস
বায়ুর অভিমুখ বহির্গামী
বায়ুর পথ নাসিক
ঘোষতা ঘোষ
উচ্চারক পশ্চাজ্জিহ্বা
উচ্চারণস্থান অলিজিহ্বা
উচ্চারণরীতি স্পর্শ

এই বর্ণটির উচ্চারণ বাংলা "ঙ্‌"-এর কাছে। এটি জাপানি ভাষা ছাড়াও বিশ্বের অনেক ভাষায় ব্যবহার করা হয়।