যেসব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস থেকে নিঃসারিত বায়ু মুখ দিয়ে বের হবার সময় পূর্ণ বা আংশিকভাবে বাধা পায়, ঘর্ষণ পায়, অথবা সংকুচিত হয়, সেগুলিকে ব্যঞ্জনধ্বনি (ইংরেজি Consonant) বলা হয়। যেমন [p] ধ্বনিটি দুই ঠোঁটে বাধা পেয়ে উচ্চারিত হয়। আবার [t] ধ্বনিটি জিহ্বাগ্র ও তালুর সম্মুখভাগের মাধ্যমে উচ্চারিত হয়। [k] ধ্বনিটি জিহ্বামূল এবং তালুর পশ্চাৎভাগের মাধ্যমে উচ্চারিত হয়। আবার [f] এবং [s] ধ্বনিগুলিকে মুখস্থিত একটি সংকুচিত প্রবাহপথের ভেতর দিয়ে বাতাসকে জোর করে প্রবাহিত করিয়ে উচ্চারণ করা হয়। অন্যদিকে [m] এবং [n] ধ্বনিগুলি উচ্চারণের সময় বাতাস নাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়। ব্যঞ্জনধ্বনির বিপরীত ধ্বনি হল স্বরধ্বনি

বাংলা ব্যঞ্জনবর্ণ সংঘবদ্ধ

বিশ্বের সমস্ত ভাষা বিশ্লেষণ করে এ পর্যন্ত প্রায় ৬০০টি ভিন্ন ব্যঞ্জনধ্বনি চিহ্নিত করা হয়েছে।[১].. Onion

তথ্যসূত্রসম্পাদনা

গ্রন্থপঞ্জিসম্পাদনা

  • Ladefoged, Peter (২০০১), Vowels and Consonants, Oxford: Blackwell 
ফুসফুসীয় উভয়ৌষ্ঠ্য দন্তৌষ্ঠ্য দন্ত্য দন্তমূলীয় পঃ‌মূলীয় মূর্ধন্য তালব্য জিহ্বামূলীয় অলিজিহ্ব্য গলনালীয় অধিজিহ্ব্য কণ্ঠনালীয় অফুসফুসীয়যুগ্মোচ্চারিত
নাসিক্য m ɱ n ɳ ɲ ŋ ɴ শীত্কার ʘ ǀ ǃ ǂ ǁ
স্পর্শ p b t d ʈ ɖ c ɟ k ɡ q ɢ ʡ ʔ অন্তঃ ɓ ɗ ʄ ɠ ʛ
ঊষ্ম ɸ β f v θ ð s z ʃ ʒ ʂ ʐ ç ʝ x ɣ χ ʁ ħ ʕ ʜ ʢ h ɦ বহিঃ
নৈকট্য β̞ ʋ ɹ ɻ j ɰ অন্যান্য পার্শ্বিক ɺ ɫ
কম্পন ʙ r ʀ যুগ্মোচ্চারিত নৈকট্য ʍ w ɥ
তাড়ন ѵ̟ ѵ ɾ ɽ যুগ্মোচ্চারিত ঊষ্ম ɕ ʑ ɧ
পাঃ ঊষ্ম ɬ ɮ যুগ্মোচ্চারিত ঘৃষ্ট ʦ ʣ ʧ ʤ
পাঃ নৈকট্য l ɭ ʎ ʟ যুগ্মোচ্চারিত স্পর্শ k͡p ɡ͡b ŋ͡m
কিছু কিছু ব্রাউজার এই পৃষ্ঠার আ-ধ্ব-ব বর্ণগুলো ঠিক মত প্রদর্শন করতে পারবে না। এক ঘরে দুই বর্ণ থাকলে, ডানদিকের বর্ণটি ঘোষ ধ্বনি
যেসব ঘরে তারকাচিহ্ন আছে সেই ধ্বনিগুলো কোনও ভাষায় ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত হয় না। যেসব ঘর ছায়াবৃত করা হয়েছে সেগুলোর উচ্চারণ অসম্ভব।