আলাপ:ব্যঞ্জনধ্বনি

ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জনবর্ণ নিবন্ধগুলি একত্রিত করা প্রসঙ্গে

সম্পাদনা

@Zaheen: ব্যঞ্জনধ্বনি আর ব্যঞ্জনবর্ণ নিবন্ধগুলি একত্রিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয় মতামত চাওয়া হয়েছে। আমার মতে এই নিবন্ধগুলি একত্রিত করা ঠিক হবে না। তার পরিবর্তে বাংলা লিপি আর ব্যঞ্জনবর্ণ নিবন্ধগুলি একত্রিত করলেও করা যেতে পারে। এমনকি ব্যঞ্জনবর্ণ নিবন্ধটি মুছে দেওয়াও যেতে পারে কারণ বাংলা ব্যঞ্জনবর্ণ একটি নিবন্ধ আছে। ব্যঞ্জনধ্বনি নিবন্ধটি কথিত ভাষা সম্পর্কিত বিষয়। আর ব্যঞ্জনবর্ণ এবং (বাংলা) লিপি লিখিত ভাষা সম্পর্কিত। ব্যঞ্জনধ্বনি নিবন্ধটিতে ব্যঞ্জনবর্ণ সম্বন্ধে অল্প আলোচনা করা যেতে পারে, কিন্তু দুটিকে একত্রিত না করাই ভাল। --তনয় ১৫:৫৭, ২৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

"ব্যঞ্জনধ্বনি" পাতায় ফেরত যান।