অপূর্ব রাগাঙ্গাল
অপূর্ব রাগাঙ্গাল (তামিল: அபூர்வ ராகங்கள், অনুবাদ 'অভূতপূর্ব গল্প') হচ্ছে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া একটি তামিল চলচ্চিত্র, এটি কে. বলচন্দের দ্বারা পরিচালনা করেছিলেন।[১] চলচ্চিত্রটিতে কমল হাসান, রজনীকান্ত, শ্রীবিদ্যা, নাগেশ, জয়াসুধা এবং মেজর সুন্দররাজন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।[২] কলাকেন্দ্র ফিল্মসের ব্যানারে এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন ভি গোবিন্দরজন এবং জে দুরাইস্বামী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনায় ছিলেন এম এস বিশ্বনাথান এবং গীতিকার ছিলেন কন্নদাস।[৩][৪]
অপূর্ব রাগাঙ্গাল | |
---|---|
পরিচালক | কৈলাস বলচন্দ |
প্রযোজক | ভি গোবিন্দরজন জে দুরাইস্বামী |
রচয়িতা | কে. বলচন্দ |
শ্রেষ্ঠাংশে | কমল হাসান মেজর সুন্দররাজন শ্রীবিদ্যা জয়াসুধা নাগেশ |
সুরকার | এম এস বিশ্বনাথান |
চিত্রগ্রাহক | বি এস লোকনাথ |
সম্পাদক | এন আর কিট্টু |
প্রযোজনা কোম্পানি | কলাকেন্দ্র মুভিজ |
পরিবেশক | কলাকেন্দ্র মুভিজ |
মুক্তি | ১৮ আগস্ট ১৯৭৫ |
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
এই চলচ্চিত্রটির কাহিনী বিক্রম-বেতালের একটি গল্পের উপর আধারিত হলেও অনেকে বলেন যে এটি ১৯৭৩ সালের ইংরেজি চলচ্চিত্র '৪০ ক্যারেট'-এর কাহিনী থেকে অনুপ্রাণিত।[৪] অপূর্ব রাগাঙ্গাল মুক্তি পাবার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলো কারণ এই চলচ্চিত্রটির কাহিনীতে দেখানো হয় যে একটি ২০ বছর বয়সী ছেলে চল্লিশোর্ধ্ব নারীর প্রেমে পড়ে, যেটি ভারতের সমাজের সঙ্গে মানানসই নয়। প্রসন্ন (কমল হাসান) ভৈরবী (শ্রীবিদ্যা) নামের এক সুন্দরী নারীর প্রেমে পড়েন অপরদিকে ভৈরবীর একমাত্র মেয়ে রঞ্জনী (জয়াসুধা) প্রসন্নের বাবার প্রেমে পড়ে।[৫]
১৯৭৫ সালের ১৮ আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায়, মুক্তি পাবার পর সমালোচনা হয়েছিলো অনেক কিন্তু তারপরেও এটি ভালো মুনাফা অর্জন করতে পেরেছিলো। এটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জিতেছিলো, তন্মধ্যে ছিলো ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার - তামিল। অপূর্ব রাগাঙ্গাল ১৯৮৪ সালে 'এক নায়ী প্যাহেলী' নামে হিন্দি ভাষায় আত্মপ্রকাশ করে যেখানে শ্রীবিদ্যার জায়গায় হেমা মালিনী ছিলেন এবং রজনীকান্ত এর জায়গায় হিন্দি চলচ্চিত্র অভিনেতা সুরেশ ওবেরয় অভিনয় করেন, অপরদিকে কমল হাসান তার প্রসন্ন চরিত্রটিকে সন্দ্বীপ নামে পুনরায় ফুটিয়ে তোলেন।
অভিনেতা কমল হাসন অল্পবয়সে ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার - তামিল অর্জন করেন এই চলচ্চিত্রের জন্য আর পরিচালক কৈলাস বলচন্দ শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল পেয়েছিলেন।
কাহিনীইঙ্গিত
সম্পাদনাএকদিন রাস্তায় গুন্ডাদের সঙ্গে প্রসন্ন (কমল হাসান) এর বড় ধরনের মারামারি হয়, সে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাকে ভৈরবী (শ্রীবিদ্যা) দেখতে পেয়ে তার নিজের বাসায় এনে চিকিৎসা সেবা দেয়। প্রসন্ন এবং ভৈরবী দুইজনেই এক অপরের প্রেমে পড়ে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়, অপরদিকে ভৈরবীর সন্তান রঞ্জনী (জয়সুধা) মাহেন্দ্রানের (মেজর সুন্দররজন) প্রেমে পড়ে যে হচ্ছে প্রসন্নের বাবা। সিনেমার শেষ দিকে হঠাৎ করে ভৈরবীর হারিয়ে যাওয়া স্বামী পান্ডিয়ান (রজনীকান্ত) এসে উপস্থিত হয়।
অভিনয়ে
সম্পাদনা- কমল হাসন - প্রসন্ন
- মেজর সুন্দররাজন - মহেন্দ্র
- শ্রীবিদ্যা - বৈরভী
- জয়াসুধা - রঞ্জনি
- নাগেশ- সুরি
- রজনীকান্ত - পান্ডিয়া
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন এম এস বিশ্বনাথন।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "আদিসায়া রাগাম" | কে. জে. যেসুদাস | ০৪ঃ০২ |
২. | "কাই কোট্টি সিরিপারগাল" | সিয়াক মোহাম্মাদ | ০৩ঃ০৫ |
৩. | "কেলভিয়িন নায়াগানে" | বাণী জয়রাম , বি. এস. শশীরেখা | ০৭ঃ২৫ |
৪. | "ইয়েড়ু স্বরাঙ্গালুক্কুল" | বাণী জয়রাম | ০৬ঃ০৮ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ K. S. Sivakumaran (২৪ আগস্ট ২০১১)। "Hollywood inspires Kollywood"। Daily News Sri Lanka। ২৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "It was a small role, but people would remember him"। The Hindu। ৮ ডিসেম্বর ২০১২। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪।
- ↑ Dhananjayan 2011, পৃ. 267।
- ↑ ক খ Dhananjayan 2011, পৃ. 266।
- ↑ "Kamal Hassan turns 60: From 'Chachi 420' to 'Viswaroopam', the actor has always been a master of disguise"। CNN-IBN। ১৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৪।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- ধনঞ্জয়, G. (২০১১)। The Best of Tamil Cinema, 1931 to 2010: 1931–1976। গালাট্টা মিডিয়া।
- ধনঞ্জয়, G. (২০১৪)। Pride of Tamil Cinema: 1931 to 2013। ব্লু ওউশান পাবলিশার্স। আইএসবিএন 978-93-84301-05-7।
- রামচন্দ্রন, নামান (২০১৪) [2012]। Rajinikanth: The Definitive Biography। Penguin Books। আইএসবিএন 978-81-8475-796-5।
- "Southscope July 2010"। South Scope। জুলাই ২০১০।
- Rajinikanth 12.12.12: A Birthday Special। Kasturi & Sons Ltd। ২০১২। GGKEY:A78L0XB1B0X।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অপূর্ব রাগাঙ্গাল (ইংরেজি)