অন্তরা দেব সেন

ভারতীয় সাংবাদিক

অন্তরা দেব সেন (জন্ম ১৯৬৩) একজন ব্রিটিশ-ভারতীয় সাংবাদিক।

অন্তরা দেব সেন
কলকাতা সাহিত্য সম্মেলন ২০১৩ (Kolkata Literary Meet 2013)
জন্ম১৯৬৩ (বয়স ৬০–৬১)
পেশালেখিকা, সাংবাদিক
দাম্পত্য সঙ্গীপ্রতীক কাঞ্জিলাল
পিতা-মাতাঅমর্ত্য সেন
নবনীতা দেবসেন

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও সাহিত্যিক নবনীতা দেবসেনের কন্যা তথা প্রথম সন্তান অন্তরা দেব সেন ইংল্যান্ডের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন।[১] উনি দিল্লী এবং কলকাতায় স্কুলশিক্ষা ও ভারত (কলকাতা) এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভ করেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেট্‌সের স্মিথ কলেজহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উনি ছাত্রী ছিলেন।

কর্মজীবন সম্পাদনা

শিক্ষাজীবনের শেষে উনি হিন্দুস্তান টাইমসে এ যোগ দেন। প্রবীণ সম্পাদক রূপে সেখান থেকে ওনাকে রয়টার্স ফাউন্ডেসনের ফেলোশিপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাঠানো হয়। উনি কলকাতায় আনন্দবাজার পত্রিকা গ্রুপ এবং দিল্লীতে দি ইন্ডিয়ান এক্সপ্রেসেও কাজ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Biography of Amartya Sen"। thefamouspeople.com। 

বহি:সংযোগ সম্পাদনা