অনিল মুখার্জি

বাংলাদেশী কমিউনিস্ট বিপ্লবী ও লেখক

অনিল মুখার্জি বা অনিল মুখোপাধ্যায়[১] (১০ অক্টোবর ১৯১২- ৭ ফেব্রুয়ারি ১৯৮২)[২] বাংলাদেশী সাম্যবাদী রাজনীতিবিদ ও লেখক।[৩] তিনি এবং বাংলাদেশভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনিল মুখার্জি
অনিল মুখোপাধ্যায়
অনিল মুখার্জি.jpg
জন্ম(১৯১২-১০-১০)১০ অক্টোবর ১৯১২
মৃত্যুফেব্রুয়ারি ৭, ১৯৮২(1982-02-07) (বয়স ৬৯)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
পেশালেখক, রাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নায়ক
উল্লেখযোগ্য কর্ম
সাম্যবাদের ভূমিকা, স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি
রাজনৈতিক দলস্বাধীনতার পুর্বে ভারতের কমিউনিস্ট পার্টি, স্বাধীনোত্তর কালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

জন্মসম্পাদনা

অনিল মুখার্জি বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।[৩]

স্বাধীনতা সংগ্রামেসম্পাদনা

১৯৩০ সালে কলেজে পড়ার সময় আইন অমান্য আন্দোলন করে কারারুদ্ধ হন। মেদিনীপুর জেলে থাকার সময় সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণের অভিযোগে ব্রিটিশ সরকার তাকে আন্দামানে সেলুলার জেলে প্রেরণ করে।[১]

কমিউনিস্ট পার্টিসম্পাদনা

১৯৩৮ খৃষ্টাব্দে মুক্তিলাভ করে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৬ এ নারায়ণগঞ্জ সুতাকল শ্রমিকদের ধর্মঘটে বিশেষ ভূমিকা নেন।[৪] দেশবিভাগ হলে পূর্ব পাকিস্তানে ৮ বছর জেলবন্দী থাকেন। মুক্তি পেলেও রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার অপরাধে তাকে আত্মগোপন করতে হয় ১৯৭১ সাল অবধি। গোপনে মস্কো সফর এবং পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে ৭৫ টি পার্টির মহাসম্মেলনে প্রতিনিধিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ১৯৭৩ এবং ১৯৮০ সালে।

উল্লেখযোগ্য গ্রন্থসম্পাদনা

  • সাম্যবাদের ভূমিকা,
  • শ্রমিক আন্দোলনের হাতে খড়ি,
  • স্বাধীন বাংলাদেশ সংগ্রামের পটভূমি
  • হারানো খোকা

তথ্যসূত্রসম্পাদনা

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২১। আইএসবিএন 978-8179551356 
  2. "বণিক বার্তা ৫ জুলাই ২০১৪"। ২০১৯-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭ 
  3. হোসেন, সেলিনা; ইসলাম, নুরুল, সম্পাদকগণ (ফেব্রুয়ারি ১৯৯৭)। "অনিল মুখার্জি" (ছাপা)বাংলা একাডেমী চরিতাভিধান (পরিমার্জিত ও পরিবর্ধিত বিতীয় সংস্করণ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৭। 
  4. কালের কণ্ঠ ৭ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগসম্পাদনা