অনন্ত বাসুদেব মন্দির

বাঁশবেড়িয়ায় অবস্থিত মন্দির

অনন্ত বাসুদেব মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালীমন্দির চত্বরে অবস্থিত একটি কৃষ্ণ মন্দির। ১৬৭৯ সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটি তার দেওয়ালের কারুকাজের জন্য বিখ্যাত। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভূজাকার। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে।[১]

অনন্ত বাসুদেব মন্দির
মন্দিরের দেওয়ালের টেরাকোটা ভাস্কর্য

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://hooghly.nic.in/visit.htm[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Hangseswari temple