অঞ্জু তামাং

ভারতীয় মহিলা আন্তর্জাতিক ফুটবলার

অঞ্জু তামাং (জন্ম ২২শে ডিসেম্বর ১৯৯৫) হলেন একজন ভারতীয় মহিলা আন্তর্জাতিক ফুটবলার। তিনি ওড়িশা এফসি এবং ভারতের মহিলা জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসাবে খেলেন।[১] তিনি ২০১৮-১৯ মরশুমে ভারতীয় মহিলা লীগের জন্য গোকুলম কেরালায় যোগদান করেন।

অঞ্জু তামাং
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-12-22) ২২ ডিসেম্বর ১৯৯৫ (বয়স ২৮)
জন্ম স্থান বীরপাড়া, পশ্চিমবঙ্গ, ভারত
মাঠে অবস্থান ফরোয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওডিশা এফসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
শেয়ার এফসি, কালিম্পং
২০১৭-২০১৮ রাইজিং স্টুডেন্ট ক্লাব
২০১৯-২০২০ গোকুলম কেরালা (৫)
২০২০-২০২১ ক্রিফসা (২)
২০২২ সেতু (২)
২০২২– ওডিশা এফসি
জাতীয় দল
২০১৬– ভারত ৪৩ (৯)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ই সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সঠিক।

প্রাথমিক জীবন সম্পাদনা

অঞ্জু তামাং ১৯৯৫ সালের ২২শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম যথাক্রমে রাম সিং তামাং এবং কাঞ্চি মায়া।[২] তিনি জন্মসূত্রে সিকিমি বংশোদ্ভূত এবং পারিবারিকভাবে তাঁরা হলেন কৃষক।[৩][৪] তিনি প্রথমে কালিম্পংয়ের আলাগারাহ হাই স্কুল, এবং তারপরে কালিম্পংয়েরই স্কটিশ ইউনিভার্সিটি'স মিশন ইনস্টিটিউশন (এসইউএমআই) থেকে বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করেন। তিনি উচ্চশিক্ষার জন্য শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[৫]

কর্মজীবন সম্পাদনা

তামাং বড় হওয়ার সময় ছেলেদের সাথে ফুটবল খেলতেন এবং ১৭ বছর বয়স পর্যন্ত তিনি কোনও পেশাদার প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ পাননি। ১৯ বছর বয়সে, তিনি একটি প্রশিক্ষণ একাডেমিতে ভর্তি হন এবং ভারতীয় মহিলা লীগের উদ্বোধনী মরশুম থেকেই খেলেন।[৬] তিনি প্রাথমিকভাবে একজন আক্রমন ভাগের খেলোয়াড় (ফরোয়ার্ড) ছিলেন, কিন্তু পরে উইং-ব্যাকে চলে যান এবং এই সাথে তিনি মধ্যমাঠের খেলোয়াড় (মিডফিল্ডার) হিসেবেও খেলেন। তিনি ভারতকে সাফ চ্যাম্পিয়নশিপ (দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন) এবং দক্ষিণ এশীয় গেমস ফুটবলে (এসএজি) স্বর্ণপদক জেতাতে অবদান রেখেছেন।[৭]

আন্তর্জাতিক গোল সম্পাদনা

না. তারিখ স্থান প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১. ৯ই ফেব্রুয়ারি ২০১৯ কলিঙ্গা স্টেডিয়াম, ভুবনেশ্বর, ভারত   ইরান –০ ১-০ ২০১৯ মহিলা গোল্ড কাপ
২. ১লা মার্চ ২০১৯ অ্যালানিয়া, তুরস্ক   তুর্কমেনিস্তান –০ ১০-০ ২০১৯ তুর্কি মহিলা কাপ
৩. –০
৪. ২২শে মার্চ ২০১৯ সহিদ রঙ্গশালা, বিরাটনগর, নেপাল     নেপাল -১ ৩-১ ২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
৫. ২রা অক্টোবর ২০২১ তারাব আওয়ানা স্টেডিয়াম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত   সংযুক্ত আরব আমিরাত -১ ৪-১ বন্ধুত্বপূর্ণ
৬. ১০ই সেপ্টেম্বর ২০২২ দশরথ রঙ্গশালা, কাঠমান্ডু, নেপাল   মালদ্বীপ –০ ৯-০ ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
৭. –০
৮. –০
৯. –০

সম্মান সম্পাদনা

ভারত

রাইজিং স্টুডেন্টস ক্লাব

ক্রিফসা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Welcome to All India Football Federation"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৮ 
  2. "Anju Tamang – Inspiring a Generation"The Darjeeling Chronicle। ১১ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২ 
  3. Chhetri, Sagar (২৪ জুলাই ২০১৮)। "Sikkim: Anju Tamang selected in senior national football team"Northeast Now। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২ 
  4. "Anju Tamang: Farming has helped me keep fit at home"Khel Now। ৩১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২ 
  5. "PERSONALITIES"Orisports। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯ 
  6. Sharma, Avinash (১০ সেপ্টেম্বর ২০২১)। "FIFA U17 WWC, AFC Asian Cup will encourage young girls in India to pursue a career in football: Anju Tamang"myKhel। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২ 
  7. "9 Anju Tamang"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  8. "Gokulam Kerala crowned champion of IWL 2020 - As it happened"Sportstar। ১৩ ফেব্রুয়ারি ২০২০। 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:India squad 2022 AFC Women's Asian Cup