অজিত কুমার পাঁজা

রাজনীতিবিদ

অজিত কুমার পাঁজা (১৩ই সেপ্টেম্বর ১৯৩৬ - ১৪ই নভেম্বর ২০০৮ []) একজন ভারতীয় বাঙালি, রাজনৈতিক নেতা, যিনি ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা ছিলেন। পরবর্তীকালে তিনি কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। রাজনৈতিক নেতা হবার পাশাপাশি পেশাগত ভাবে তিনি ছিলেন একজন উকিল। অজিত কুমার পাঁজা অনেক গুলো বইয়ের লেখকও। তিনি থিয়টারে অভিনয়ও করেছেন।

অজিত কুমার পাঁজা
সাংসদ, লোকসভা
কাজের মেয়াদ
১৯৮৪ – ২০০৪
পূর্বসূরীসুনীল মৈত্র
উত্তরসূরীমহম্মদ সেলিম
সংসদীয় এলাকাকলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৯ - ২০০১
দপ্তরবিদেশ মন্ত্রক
বিদেশমন্ত্রীঅটলবিহারী বাজপেয়ী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৩ - ১৯৯৬
দপ্তরকয়লা মন্ত্রক
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯১ - ১৯৯৩
দপ্তরতথ্য ও সম্প্রচার মন্ত্রক
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৩রা জানুয়ারি, ১৯৮৮ - ৪ই মে, ১৯৮৯
দপ্তরঅর্থ মন্ত্রক
অর্থমন্ত্রীএন. ডি. তিওয়ারি
শংকররাও চৌহান
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২৮শে এপ্রিল ১৯৮৬ - ২রা জানুয়ারি, ১৯৮৮
দপ্তরতথ্য ও সম্প্রচার মন্ত্রক
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১২ই মার্চ ১৯৮৬ - ১৭ই এপ্রিল ১৯৮৬
দপ্তরখাদ্য ও নাগরিক সরবরাহ
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৫ই মার্চ, ১৯৮৫ - ২১শে মার্চ, ১৯৮৬
দপ্তরপরিকল্পনা মন্ত্রক
সভাপতি, পশ্চিমবঙ্গ প্রাদেশিক কংগ্রেস কমিটি
কাজের মেয়াদ
১৯৮০ - ১৯৮১
পূর্বসূরীগনি খান চৌধুরি
উত্তরসূরীআনন্দ গোপাল মুখার্জি
মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
২রা এপ্রিল, ১৯৭২ - ২১শে জুন, ১৯৭৭
দপ্তরস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
জল সরসবাহ
কলকাতা ও পৌরসভা বিষয়ক
বন উন্নয়ন
মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
৫ই এপ্রিল, ১৯৭১ - ২১শে মার্চ, ১৯৭২
দপ্তরবিচার বিভাগীয় ও সংসদীয় বিষয়ক
কাজের মেয়াদ
১৯৭১ - ১৯৭৭
১৯৮২ - ১৯৮৪
পূর্বসূরীনিখিল দাস
উত্তরসূরীসাধন পাণ্ডে
সংসদীয় এলাকাবড়তলা বিধানসভা কেন্দ্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৩ই সেপ্টেম্বর, ১৯৩৬
মৃত্যু১৪ই নভেম্বর, ২০০৮
দাম্পত্য সঙ্গীজয়া পাঁজা
সন্তানডঃ প্রসূন কুমার পাঁজা (পুত্র)
মহুয়া দত্ত (কন্যা)
প্রাক্তন শিক্ষার্থীস্কটিশ চার্চ কলেজ, কলকাতা
লিংকনস্‌ ইন, লন্ডন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Former Union Minister Ajit Panja passes away in Kolkata"। ২৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০০৮