লিডস বিশ্ববিদ্যালয়
লিডস বিশ্ববিদ্যালয় (ইংরেজি: University of Leeds, প্রতিবর্ণীকৃত: ইউনিভার্সিটি অব লিডস) ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের লিডসে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৮৭৪ সালে ইয়র্কশায়ার বিজ্ঞান কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। ১৮৮৪ সালে এটি লিডস স্কুল অব মেডিসিনের সাথে একীভূত হয় এবং তখন এর নাম রাখা হয় ইয়র্কশায়ার কলেজ। ১৮৮৭ সালে প্রতিষ্ঠানটি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯০৪ সালে রাজা সপ্তম এডওয়ার্ড কর্তৃক জারীকৃত এক রাজকীয় চার্টারের মাধ্যমে প্রতিষ্ঠানটি লিডস বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।[৫]
University of Leeds | |||||||
নীতিবাক্য | লাতিন: Et augebitur scientia[১] | ||||||
---|---|---|---|---|---|---|---|
বাংলায় নীতিবাক্য | And knowledge will be increased | ||||||
ধরন | পাবলিক | ||||||
স্থাপিত | ১৮৩১ – লিডস স্কুল অব মেডিসিন ১৮৭৪ – ইয়র্কশায়ার কলেজ অব সায়েন্স ১৮৮৪ – ইয়র্কশায়ার কলেজ ১৮৮৭ – ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি ১৯০৪ – লিডস বিশ্ববিদ্যালয় | ||||||
বৃত্তিদান | £ ৮.২১ কোটি (২০২০)[২] | ||||||
বাজেট | £ ৭৮.৯৬ কোটি (২০১৯-২০)[২] | ||||||
আচার্য | জেন ফ্রান্সিস | ||||||
উপাচার্য | Simone Buitendijk | ||||||
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৯,২০০:৩ | ||||||
শিক্ষার্থী | 36,250 (২০১৮/১৯)[৩] | ||||||
স্নাতক | 26,255 (২০১৮/১৯)[৩] | ||||||
স্নাতকোত্তর | 9,995 (২০১৮/১৯)[৩] | ||||||
অবস্থান | , , | ||||||
শিক্ষাঙ্গন | শহুরে | ||||||
সংবাদপত্র | দ্য গ্রাইফন | ||||||
পোশাকের রঙ | |||||||
অধিভুক্তি | এসিইউ অ্যাসোসিয়েশন অব এমবিএস সিডিআইও ইকিউইউআইএস ইইউএ এন৮ গ্রুপ রাসেল গ্রুপ স্যান্ট্যান্ডার নেটওয়ার্ক ইউনিভার্সিটিস ইউকে হোয়াইট রোজ কনসোর্টিয়াম ডাব্লিউইউএন | ||||||
ওয়েবসাইট | www.leeds.ac.uk | ||||||
অ্যাকাডেমিক
সম্পাদনাগ্রন্থাগার
সম্পাদনাক্যাম্পাসে মোট ২.৭৮ মিলিয়ন বই রয়েছে।
কম্পিউটিং
সম্পাদনাক্যাম্পাস জুড়ে ৯০০০ পার্সোনাল কম্পিউটার, ১৫০টি সান কম্পিউটার ও সার্ভার, ৮টি উচ্চক্ষমতাসম্পন্ন সান সার্ভার এবং ২৫৬টি সুপারকম্পিউটার রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন:
- উইলিয়াম হেনরি ব্র্যাগ (পদার্থবিজ্ঞান ১৯১৫)
- ওলে সোয়েনকা (সাহিত্য ১৯৮৬)
- জর্জ পোর্টার (রসায়ন ১৯৬৭)
- আর্চার জন পোর্টার মার্টিন (রসায়ন ১৯৫২)
- রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ (রসায়ন ১৯৫২)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Pine, L.G. (১৯৮৩)। A dictionary of mottoes (1 সংস্করণ)। London: Routledge & Kegan Paul। পৃষ্ঠা 67। আইএসবিএন 0-7100-9339-X।
- ↑ ক খ "Annual report and accounts 2019-20"। University of Leeds। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১।
- ↑ ক খ গ "Where do HE students study?"। উচ্চ শিক্ষা পরিসংখ্যান এজেন্সি। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০।
- ↑ University of Leeds (৮ মে ২০০৬)। "Identity management | Design guidelines | Core colour palette"। ২১ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০০৭।
- ↑ "University of Leeds – Heritage"। লিডস বিশ্ববিদ্যালয়। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১০।