দ্য পিয়ানিস্ট (২০০২-এর চলচ্চিত্র)

(The Pianist (2002 film) থেকে পুনর্নির্দেশিত)

দ্য পিয়ানিস্ট রোমান পোলানস্কি পরিচালিত একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। পোল্যান্ড, ফ্রান্স, জার্মানিব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মীত এই ছবিটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি[৩] পোল্যান্ডের ইহুদি পিয়ানো বাদক Władysław Szpilman এর একই নামের আত্মজীবনী গ্রন্থ থেকে ছবিটি করা হয়েছে।[৪]

প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকরোমান পোলানস্কি
প্রযোজক
  • রোমান পোলানস্কি
  • রবার্ট বেনমুসা
  • এলিয়ান সার্দে
চিত্রনাট্যকাররোনাল্ড হারউড
উৎসWładysław Szpilman কর্তৃক 
দ্য পিয়ানিস্ট
শ্রেষ্ঠাংশে
সুরকারওয়াজেচি কিলার
চিত্রগ্রাহকপাভেল এডেলম্যান
সম্পাদকহার্ভে ডি ল্যুজ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকফোকাস ফিচার্স
মুক্তি
  • ২৪ মে ২০০২ (2002-05-24) (কান)
  • ৬ সেপ্টেম্বর ২০০২ (2002-09-06) (পোল্যান্ড)
  • ৬ মার্চ ২০০৩ (2003-03-06) (ইউকে)
স্থিতিকাল১৫০ মিনিট[১]
দেশ
  • ফ্রান্স
  • জার্মানি
  • পোল্যান্ড
  • যুক্তরাজ্য
ভাষা
  • ইংরেজি
  • পোলিশ
  • জার্মান
  • রুশ
  • ফরাসি
  • তুর্কি
নির্মাণব্যয়$৩৫ মিলিয়ন[২]
আয়$১২০.১ মিলিয়ন[২]

দ্য পিয়ানিস্ট কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার তথা পাম দোর অর্জন করে। এছাড়া তিনটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার অর্জন করে: সেরা অভিনেতা, সেরা পরিচালক এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য। ফ্রান্সের সেজার পুরস্কার লাভ করে তিনটি ক্ষেত্রে: সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা চলচ্চিত্র। অ্যাড্রিয়েন ব্রডি একমাত্র মার্কিন চলচ্চিত্র অভিনেতা যিনি সেজার পুরস্কার জিতেছেন।

কুশীলব

সম্পাদনা
  • অ্যাড্রিয়েন ব্রডি - ভ্লাদিস্লাভ স্পিলমান
  • থমাস ক্রেৎসমান - ক্যাপ্টেন ভিল্ম হসেনফেল্ড
  • ফ্রাঙ্ক ফিনলে - স্যামুয়েল স্পিলমান
  • মরিন লিপমান - এডওয়ার্ডা স্পিলমান
  • এমিলিয়া ফক্স - ডরোথা
  • এড স্টপার্ড - হেনরিক স্পিলমান
  • জুলিয়া রেনার - রেজিনা স্পিলমান
  • জেসিকা কেট মেয়ার - হালিনা স্পিলমান
  • রোনান ভিবের্ট - আন্দ্রজেই বোগুকি
  • রুথ প্লাট - জানিনা বোগুকি
  • অ্যান্ড্রু টিয়েরনান - ৎজালাস
  • মিশেল জেব্রোওস্কি - জুরেক
  • রয় স্মাইলস - ইৎজহাক হেলার
  • রিচার্ড রাইডিংস - মিস্টার লিপা
  • ড্যানিয়েল ক্যাল্টাজিরোন - মাজোরেক
  • ভ্যালেন্টিন পেলকা - ডরোথার স্বামী
  • বিজিনিউ জামাচোওস্কি - কয়েনওয়ালা ক্রেতা

প্রাপ্ত পুরস্কারসমূহ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "THE PIANIST (15)"British Board of Film Classification। ৩ জুলাই ২০০২। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫ 
  2. "The Pianist"Box Office Mojo। ২০০২। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬ 
  3. Hare, William (২০০৪)। LA Noir: Nine Dark Visions of the City of Angels। Jefferson, North Carolina: Macfarland and Company। পৃষ্ঠা 207। আইএসবিএন 0-7864-1801-X 
  4. Szpilman, Wladyslaw। "The Pianist"Szpilman.net। সংগ্রহের তারিখ আগস্ট ২০, ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা