শ্রীলঙ্কা জাতীয় মহিলা ক্রিকেট দল

শ্রীলঙ্কাদের জাতীয় মহিলা ক্রিকেট দল
(Sri Lankan women's cricket team থেকে পুনর্নির্দেশিত)

শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শ্রীলঙ্কার প্রতিনিধিত্বকারী জাতীয় মহিলা ক্রিকেট দল। বর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন শশীকলা শ্রীবর্ধনে[] ২৫ নভেম্বর, ১৯৯৭ তারিখে কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত নেদারল্যান্ডস দলের বিপক্ষে সর্বপ্রথম ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। দলের সেরা ফলাফল হিসেবে রয়েছে ২০১৩ সালের মহিলাদের বিশ্বকাপে ৫ম স্থান অধিকার করা।

শ্রীলঙ্কা জাতীয় মহিলা ক্রিকেট দল
সংঘশ্রীলঙ্কা ক্রিকেট
কর্মীবৃন্দ
অধিনায়কচামারি আতাপাত্তু
কোচরুমেশ রত্নায়েকে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি অঞ্চলএশিয়া
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২৫ নভেম্বর, ১৯৯৭ ব নেদারল্যান্ডস, সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠ, কলম্বো, শ্রীলঙ্কা
একদিনের আন্তর্জাতিক
বিশ্বকাপ উপস্থিতি৩ (১৯৯৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল৫ম (২০১৩)
২১ ডিসেম্বর, ২০০৬ অনুযায়ী

ইতিহাস

সম্পাদনা

১৯৯৭ সালে শ্রীলঙ্কা দলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। দলটি নেদারল্যান্ডস ক্রিকেট দলের বিপক্ষে ৩ খেলার একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করে ২-১ ব্যবধানে সিরিজে পরাজিত হয়। এ সিরিজটি ভারতে অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের প্রস্তুতিমূলক খেলার অংশ ছিল। কিন্তু বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। পরের বছর সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে প্রথমবারের মতো ৩টি ওডিআইয়ে অংশ নিয়ে সবগুলোতেই জয়ী হয়। ১৯৯৯ সালে নেদারল্যান্ডস দল শ্রীলঙ্কা সফরে আসলে ৫টি ওডিআইয়েই জয়লাভ করে।

বর্তমান সদস্য

সম্পাদনা

রেবেকা ভ্যানডর্ট, দেদুনু সিলভা, ঈষানী কৌশল্যা, শারিনা রবিকুমার, দিলানি মনোদারা (উইঃ), শ্রীপালি বীরাক্কোদি, সদামালি দোলাওয়াত্তে, সিনি ডি অলউইস, রোজ ফার্নান্দো, দীপিকা রসাঙ্গিকা, শশীকলা শ্রীবর্ধনে (অঃ), রান্দিকা গালহেনাগে, ওশাদি রানাসিংহে, ইনোকা গালাগেদারা, ইনোকা রানাবীরা, চামারি পোলগাম্পোলা, যশোদা মেন্ডিস, চণ্ডিমা গুণরত্নে, নীলাক্ষ্মী ডি সিলভা, হিরোশী আবেসিংহে, মাদুরি সামুদ্দিকা, চামানি সেনেবীরত্নে, উদেশিকা প্রবোদানি, চামারি আতাপাত্তু (সহঃ অঃ), লসন্থি মাদুশানি, প্রসাদিনি বীরাক্কোদি, সান্দুনি আবেবিক্রমা, হাসানি পেরেরা

বর্তমান আন্তর্জাতিক র‌্যাঙ্কিং

সম্পাদনা

আইসিসি মহিলাদের র‌্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র‌্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে।

আইসিসি মহিলা ওডিআই র‌্যাঙ্কিং
অবস্থান দল খেলা পয়েন্ট রেটিং
  অস্ট্রেলিয়া ২১ ৩৩৭৯ ১৬১
  ইংল্যান্ড ২৫ ২৯৮৩ ১১৯
  দক্ষিণ আফ্রিকা ২৯ ৩৩৯০ ১১৭
  ভারত ২৬ ২৯৩৪ ১১৩
  নিউজিল্যান্ড ২৬ ২৩৯২ ৯২
  ওয়েস্ট ইন্ডিজ ২২ ১৮৭২ ৮৫
  পাকিস্তান ২০ ১৪৯৬ ৭৫
  বাংলাদেশ ৩০৬ ৬১
  শ্রীলঙ্কা ১১ ৫১৯ ৪৭
১০   আয়ারল্যান্ড ২৫ ১৩
সূত্র: আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং, ক্রিকইনফো ওডিআই র‌্যাঙ্কিং ৩ নভেম্বর, ২০২১

আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং
অবস্থান দল খেলা পয়েন্ট রেটিং
  অস্ট্রেলিয়া ১৯ ৫,৩১৬ ২৮০
  নিউজিল্যান্ড ২৫ ৬,৯২৮ ২৭৭
  ইংল্যান্ড ১৯ ৫,২৩৯ ২৭৬
  ওয়েস্ট ইন্ডিজ ১৯ ৪,৯২৮ ২৫৯
  ভারত ২৭ ৬,৭৩৩ ২৪৯
  দক্ষিণ আফ্রিকা ২১ ৫,১০৭ ২৪৩
  পাকিস্তান ২৪ ৫,৪৫১ ২২৭
  শ্রীলঙ্কা ২৩ ৪,৭৭০ ২০৭
  বাংলাদেশ ২৭ ৫,২০৯ ১৯৩
১০   আয়ারল্যান্ড ১৩ ২,৪৪৭ ১৮৮
১১   স্কটল্যান্ড ১,১৯৯ ১৫০
১২   থাইল্যান্ড ২৮ ৪,০৭৬ ১৪৬
১৩   জিম্বাবুয়ে ১৪ ২,০২৯ ১৪৫
১৪   সংযুক্ত আরব আমিরাত ১৬ ২,০৮১ ১৩০
১৫   উগান্ডা ২০ ২,৫৩২ ১২৭
১৬   কেনিয়া ৯৬৫ ১২১
১৭   পাপুয়া নিউগিনি ১০ ১,১৯৮ ১২০
১৮     নেপাল ৯৩৩ ১১৭
১৯   সামোয়া ৩১৮ ১০৬
২০   তানজানিয়া ১৮ ১,৬০৬ ৮৯
২১   হংকং ১৫ ১,২১৯ ৮১
২২   ইন্দোনেশিয়া ৫৬২ ৮০
২৩   নেদারল্যান্ডস ৬৮২ ৭৬
২৪   কাতার ৩৬৮ ৭৪
২৫   চীন ১২ ৮৭০ ৭৩
২৬   নামিবিয়া ২০ ১,২৬১ ৬৩
২৭   জাপান ২৮৪ ৫৭
২৮   বতসোয়ানা ১০ ৪৮৮ ৪৯
২৯   আর্জেন্টিনা ১৪ ৬৭৪ ৪৮
৩০   সিয়েরা লিওন ৪০০ ৪৪
৩১   মালয়েশিয়া ২০ ৮৬২ ৪৩
৩২   জার্মানি ২৫৭ ৪৩
৩৩   ওমান ১৪৫ ৩৬
৩৪   ব্রাজিল ১৮ ৫৯৭ ৩৩
৩৫   ভানুয়াতু ৮৭ ২৯
৩৬   ফ্রান্স ১২৫ ২৫
৩৭   মোজাম্বিক ১০ ২১৪ ২১
৩৮   ডেনমার্ক ৯৮ ২০
৩৯   জাম্বিয়া ৩৪ ১১
৪০   মালাউই ৬৮ ১০
৪১   বেলজিয়াম ৪৩
৪২   চিলি ১৩ ৮৬
৪৩   পেরু ১১
৪৪   লেসোথো
৪৫   ইসোয়াতিনি
৪৬   সিঙ্গাপুর
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮

প্রতিযোগিতার ফলাফল

সম্পাদনা
ক্রিকেট বিশ্বকাপ
  • ১৯৭৩ - ১৯৯৩: অংশগ্রহণ করেনি
  • ১৯৯৭: কোয়ার্টার-ফাইনাল
  • ২০০০: ৬ষ্ঠ স্থান
  • ২০০৫: ৬ষ্ঠ স্থান
  • ২০১৩: ৫ম স্থান
এশিয়া কাপ
  • ২০০৪: রানার্স-আপ[]
  • ২০০৫-০৬: রানার্স-আপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Siriwardene reappointed SL Women captain"espncricinfo। জুন ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Women's Asia Cup, 2004 / Results". espncricinfo.com. Retrieved May 20, 2013.