লোহিত সাগর
লোহিত সাগর (ইংরেজি: Red Sea) ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত। সাগরটির উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত।
লোহিত সাগর | |
---|---|
স্থানাঙ্ক | ২২° উত্তর ৩৮° পূর্ব / ২২° উত্তর ৩৮° পূর্ব |
প্রাথমিক অন্তর্প্রবাহ | বার্কা নদী , হাদ্দাস নদী , অ্যানসেবা নদী , |
প্রাথমিক বহিঃপ্রবাহ | বাব এল মান্দেব |
সর্বাধিক দৈর্ঘ্য | ২,২৫০ কিমি (১,৪০০ মা) |
সর্বাধিক প্রস্থ | ৩৫৫ কিমি (২২১ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ৪,৩৮,০০০ কিমি২ (১,৬৯,০০০ মা২) |
গড় গভীরতা | ৪৯০ মি (১,৬১০ ফু) |
সর্বাধিক গভীরতা | ৩,০৪০ মি (৯,৯৭০ ফু) |
পানির আয়তন | ২,৩৩,০০০ কিমি৩ (৫৬,০০০ মা৩) |
লোহিত সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় ১,৭৪,০০০ বর্গকিলোমিটার। সাগরটি প্রায় ১,৯০০ কিলোমিটার দীর্ঘ এবং সর্বাধিক ৩০০ কিলোমিটার প্রশস্ত।[১][২] এটি মধ্যভাগে সর্বোচ্চ ২,৫০০ মিটার গভীর; এর গড় গভীরতা প্রায় ৫০০ মিটার। তবে সাগরটিতে প্রশস্ত মহীসোপান আছে, যাতে বসবাসকারী জলজ জীব ও প্রবালগুলি বিখ্যাত। এই সাগরে প্রায় ১,০০০ প্রজাতির অমেরুদন্ডী প্রাণী ও ২০০ রকমের নরম ও শক্ত প্রবালের বাস।
বাষ্পীভবন ও বায়ুপ্রবাহের ফলে উদ্ভূত জলপ্রবাহের বিন্যাসজনিত কারণে লোহিত সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত সাগরগুলির একটি। এই সাগরের লবণাক্ততা ৩.৬% থেকে ৩.৮%।
তথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |