কোয়ান্টাসোম

(Quantasome থেকে পুনর্নির্দেশিত)

কোয়ান্টাসোম হলো ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের ঝিল্লিতে প্রাপ্ত এক ধরনের কণিকা, যেখানে সালোকসংশ্লেষণ সংঘটিত হয়। এরা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড চাকতির পৃষ্ঠে পরাস্ফটিকাকার বিন্যাসে সজ্জিত থাকে। এরা লিপিডপ্রোটিন সমৃদ্ধ এবং বিভিন্ন সালোকসংশ্লেষী রঞ্জক ও জারণ-বিজারণকারী উৎসেচক ধারণ করে। এ কারণেই এদের সালোকসংশ্লেষণের একক হিসেবে গণ্য করা হয়। কোয়ান্টাসোমের আকারের ভিত্তিতে দুই শ্রেণিতে বিন্যস্ত করা যায়: ছোট আকৃতির কোয়ান্টাসোম, যাকে ফটোসিস্টেম-১ এর সংঘটনস্থল, এবং বড় আকৃতির কোয়ান্টাসোম, যাকে ফটোসিস্টেম-২ এর সংঘটনস্থল বলে মনে করা হয়।

থাইলাকয়েডের ঝিল্লির গঠন

১৯৬২ সালে রোডেরিক বি পার্ক সর্বপ্রথম কোয়ান্টাসোম শনাক্ত করেন।[১][২]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা