লিপিড উদ্ভিদ ও প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। তবে কার্বোহাইড্রেটের মত এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১:২:১ নয়। উদ্ভিদদেহে বিশেষ করে ফলে ও বীজে অধিক পরিমাণ লিপিড সঞ্চিত থাকে। লিপিড সাধারণত তেল ও স্নেহরূপে বিদ্যমান থাকে। সাধারণ তাপমাত্রায় কতিপয় লিপিড শক্ত থাকে এবং ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতিপয় লিপিড তরল থাকে। শক্ত ও কঠিন লিপিডকে স্নেহ এবং তরল লিপিডকে তেল বলা হয়। লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই।[৪] লিপিডের প্রধান কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করা, কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করা।[৫][৬] ন্যানোটেকনোলজির পাশাপাশি খাদ্য এবং কসমেটিকস খাতে লিপিড বহুলভাবে ব্যবহৃত হয়।[৭]

কিছু সাধারণ লিপিডের গাঠনিক সংকেত। সর্বোপরে কোলেস্টেরল[১] and oleic acid.[২] মাঝে ট্রাইগ্লিসারাইড যা ওলায়েট, স্টিয়ারেট এবং পামিটেট শিকলের দারা মূল কাঠামোর গ্লিসারল এর সাথে যুক্ত। একদম নিচে ফসফোলিপিড ফসফাটিডাইক্লোরিন[৩]

লিপিডের বৈশিষ্ট্যসম্পাদনা

  • লিপিড পানিতে অদ্রবণীয় এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন।
  • এরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণে দ্রবণীয়।
  • এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে।
  • লিপিড পানির চেয়ে হালকা, তাই এরা পানিতে ভাসে।
  • হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোলে পরিণত হয়।
  • লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে।

লিপিডের শ্রেণীবিভাগসম্পাদনা

  • গঠন প্রকৃতি অনুসারে লিপিড প্রধানত ৩ প্রকার-
    1. সরল লিপিড
      1. স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড
        1. চর্বি
        2. তেল
    2. যৌগিক লিপিড, যেমন- ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড ইত্যাদি;
    3. উদ্ভূদ বা উৎপাদিত লিপিড, যেমন- স্টেরয়েড, টরপিনস, বরার ইত্যাদি;
    4. লব্ধ লিপিড, যেমন- ফ্যাটি অ্যাসিড, স্টেরল ইত্যাদি;
  • আণবিক গঠন অনুসারে লিপিড প্রধানত ৫ প্রকার-
    1. নিউট্রাল লিপিড
    2. ফসফোলিপিড
    3. গ্লাইকোলিপিড
    4. টরপিনয়েডস
    5. মোম

তথ্যসূত্রসম্পাদনা

  1. Maitland, Jr Jones (১৯৯৮)। Organic Chemistry। W W Norton & Co Inc (Np)। পৃষ্ঠা 139। আইএসবিএন 0-393-97378-6 
  2. Stryer et al., p. 328.
  3. Stryer et al., p. 330.
  4. ড. মোহাম্মদ আবুল হাসান, উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান, প্রথম পত্র
  5. Fahy E, Subramaniam S, Murphy R, Nishijima M, Raetz C, Shimizu T, Spener F, Van Meer G, Wakelam M and Dennis E.A (২০০৯)। "Update of the LIPID MAPS comprehensive classification system for lipids"Journal of Lipid Research50 (Supplement): S9–S14। ডিওআই:10.1194/jlr.R800095-JLR200পিএমআইডি 19098281পিএমসি 2674711  
  6. Subramaniam S, Fahy E, Gupta S, Sud M, Byrnes RW, Cotter D, Dinasarapu AR and Maurya MR (২০১১)। "Bioinformatics and Systems Biology of the Lipidome"Chemical Reviews111 (10): 6452–6490। ডিওআই:10.1021/cr200295kপিএমআইডি 21939287পিএমসি 3383319  
  7. Mashaghi S., Jadidi T., Koenderink G., Mashaghi A. (২০১৩)। "Lipid Nanotechnology"Int. J. Mol. Sci.2013 (14): 4242–4282। ডিওআই:10.3390/ijms14024242 

বহিঃসংযোগসম্পাদনা