পিটার নেভিল
পিটার মাইকেল নেভিল (জন্ম: ১৩ অক্টোবর, ১৯৮৫) ভিক্টোরিয়ার হথর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় পেশাদার ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে পিটার নেভিল ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও মেলবোর্ন রেনেগ্যাডেসের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। এরপূর্বে তিনি সিডনি সিক্সার্সের পক্ষাবলম্বন করেন। দলে তিনি মূলতঃ উইকেট-কিপার হিসেবে রয়েছেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | পিটার মাইকেল নেভিল | ||||||||||||||||||||||||||||
জন্ম | হথর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ১৩ অক্টোবর ১৯৮৫||||||||||||||||||||||||||||
ডাকনাম | "নেভ" | ||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১৮২ সে.মি.[১] | ||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||
২০০৯-বর্তমান | নিউ সাউথ ওয়েলস | ||||||||||||||||||||||||||||
২০১১-২০১২ | সিডনি সিক্সার্স | ||||||||||||||||||||||||||||
২০১২-২০১৫ | মেলবোর্ন রেনেগেডেস (জার্সি নং ২০) | ||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
উৎস: CricketArchive, ১৫ জুলাই ২০১৫ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে খেলেছেন পিটার নেভিল। ফেব্রুয়ারি, ২০০৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়ার বিপক্ষে অভিষেক ঘটে তার। ঐ খেলায় তিনি ১৮ ও ০ এবং একটি ক্যাচ পান। মার্চ, ২০১২ সালে ব্রাড হাড্ডিনের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে যোগ দেন। কিন্তু ঐ সফরে তিনি একটি খেলায়ও অংশগ্রহণের সুযোগ পাননি।[২]
খেলোয়াড়ী জীবন
সম্পাদনা৩১ মার্চ, ২০১৫ তারিখে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অস্ট্রেলিয়া দলের সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়। ক্যাপবিহীন অবস্থায় স্পিনার ফাহাদ আহমেদ ও ব্যাটসম্যান এ্যাডাম ভোজেসের সাথে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়।[৩]
২০১৫ সালের অ্যাশেজ সিরিজে অংশ নেয়ার জন্য ইংল্যান্ডে যান। ব্যক্তিগত কারণে ব্রাড হাড্ডিনের অনুপস্থিতির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[৪] লর্ডসে অনুষ্ঠিত ঐ খেলায় তার দল ৪০৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ও সিরিজে ১-১ সমতা আনয়ণ করে। অভিষেক খেলায় তিনি ৭ ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করেন। এছাড়াও তার এ কৃতিত্ব অ্যাশেজ অভিষেক নতুন রেকর্ডের সৃষ্টি করে।[৫][৬] এছাড়াও তিনি প্রথম ইনিংসে ৪৫ করেন।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Peter Nevill"। cricket.com.au। Cricket Australia। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।
- ↑ Daniel Brettig (2012). "Nevill and Haddin trade places again" – ESPNcricinfo. Published 16 March 2012. Retrieved 25 October 2013.
- ↑ "Ashes 2015: Australia announce squad to tour England"। BBC Sport। ৩১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫।
- ↑ "Watson dropped, Haddin withdraws"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৫।
- ↑ "Nevill's lesson in temperament"। ২০১৫-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২২।
- ↑ Fielding records from Statsguru
- ↑ "Haddin to press for Ashes recall"। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২২।