অগ্ন্যাশয় প্রদাহ
অগ্ন্যাশয় প্রদাহ হচ্ছে অগ্ন্যাশয়ের একপ্রকার প্রদাহ।[১] পাকস্থলীর পিছনে থাকা অগ্ন্যাশয় বৃহদাকৃতির অঙ্গ; যা জারক রস এবং বিভিন্ন প্রকার হরমোন ক্ষরণ করে।[১] অগ্ন্যাশয় প্রদাহ দুইরকম হয়, একটি হলো তীব্র অগ্ন্যাশয় প্রদাহ এবং দীর্ঘমেয়াদি অগ্ন্যাশয় প্রদাহ।[১] অগ্ন্যাশয় প্রদাহের কারণে উদরপেটের উপরে ব্যাথা অনুভব, বমি বমি ভাব এবং বমি হয়।[১] পিঠের মাঝামাঝি তীব্র যন্ত্রণা অনুভূত হয়।[১] প্রকট অগ্ন্যাশয় প্রদাহে জ্বর আসে এবং কয়েকদিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়।[১] দীর্ঘমেয়াদি অগ্ন্যাশয় প্রদাহে ওজন হ্রাস পায়, মেদদাস্ত এবং ডায়রিয়া দেখা যায়।[১] সংক্রমণ, রক্তক্ষরণ মধুমেহ অথবা অন্যান্য অঙ্গেও নানা জটিলতা দেখা যেতে পারে।[১]
অগ্ন্যাশয় প্রদাহ | |
---|---|
অগ্ন্যাশয় এবং এর চারপাশের অঙ্গগুলো | |
বিশেষত্ব | গ্যাস্ট্রোএন্টেরোলজি, সাধারণ শল্যচিকিৎসা |
লক্ষণ | Pain in the upper abdomen, nausea, vomiting, fever, fatty stool[১] |
জটিলতা | Infection, bleeding, diabetes mellitus[১] |
স্থিতিকাল | Short or long term[১] |
কারণ | Gallstones, heavy alcohol use, direct trauma, certain medications, mumps[১] |
ঝুঁকির কারণ | ধূমপান |
রোগনির্ণয়ের পদ্ধতি | Blood amylase or lipase[১] |
চিকিৎসা | Intravenous fluids, pain medication, antibiotics[১] |
সংঘটনের হার | ৮.৯ মিলিয়ন (২০১৫)[২] |
মৃতের সংখ্যা | 132,700 (2015)[৩] |
প্রকারভেদ
সম্পাদনাঅগ্ন্যাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস দুই রকমভাবে হতে পারে-
- অ্যাকিউট(তীব্র) প্যানক্রিয়াটাইটিস
- ক্রনিক(দীর্ঘস্থায়ী) প্যানক্রিয়াটাইটিস
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস:- যে সকল কারণে উপরের পেটে মাঝারি হতে তীব্র ব্যথা হয় সেগুলোর মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটইটিস বা প্যানক্রিয়াসের আকস্মিক তীব্র প্রদাহ অন্যতম। কোন কারণে আমাদের প্যানক্রিয়াসে আকস্মিক তীব্র প্রদাহ ঘটলে তাকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলা হয়ে থাকে। এর ফলে কিডনি কাজ করা বন্ধ করে দিতে পারে বা হার্টফেল হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে অ্যাকিইট প্যানক্রিয়াটাইটিসের প্রধান কারণ পিত্তনালির পাথর বা গলস্টোন। এ ছাড়া অতিরিক্ত মদ্যপান, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি, ডায়াবেটিস, অগ্ন্যাশয়ে আঘাত, এলোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত ওজন, সার্জারি, ইনফেকশন, জন্মগত ত্রুটি, আলসার বা জিনগত কারণেও অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। তবে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায় না ।
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস:- প্রচুর মদ্যপানের কারণে দীর্ঘমেয়াদী বা ক্রনিক প্যানক্রিয়াটিটিস দেখা দেয়। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীর ঘন ঘন পেটে ব্যথা হয়। খাদ্য হজম হয় না। ওজন কমে যায়। ফেনাযুক্ত পায়খানা হয়। ডায়াবেটিস হতে পারে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ "Pancreatitis"। niddk.nih.gov। আগস্ট ১৬, ২০১২। মার্চ ৭, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।
- ↑ GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (৮ অক্টোবর ২০১৬)। "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015."। Lancet। 388 (10053): 1545–602। ডিওআই:10.1016/S0140-6736(16)31678-6। পিএমআইডি 27733282। পিএমসি 5055577 ।
- ↑ GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (৮ অক্টোবর ২০১৬)। "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015."। Lancet। 388 (10053): 1459–44। ডিওআই:10.1016/s0140-6736(16)31012-1। পিএমআইডি 27733281। পিএমসি 5388903 ।