নিকোলা বুরবাকি

(Nicolas Bourbaki থেকে পুনর্নির্দেশিত)

নিকোলা বুরবাকি[৩] (ফরাসি: Nicolas Bourbaki নিকোলা বুর্বাকি) একটি ছদ্মনাম। কিছু গণিতবিদ, যাদের বেশীর ভাগই ফরাসি ছিলেন, এই নামটি ব্যবহার করতেন। ১৯৩৯ সাল থেকে তারা বিশুদ্ধ গণিতের একটি বিশ্বকোষীয় জরিপ, যার নাম তারা দিয়েছিলেন Élements de mathématique, নির্মাণের লক্ষ্যে এই নাম ব্যবহার করে বিভিন্ন খণ্ড প্রকাশ করতে থাকেন। তাদের কাজের পরিমাণ বিস্তৃত হলেও এর প্রভাব ছিল মিশ্র। কোন কোন মহলে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ধরা হতো। আবার কোন কোন মহলে এটি তেমন গুরুত্ব পায়নি। বুরবাকির কাজকে আধুনিক গণিতের সাংগঠনিক ধারার প্রধান কাজ হিসেবে গণ্য করা হয়।

নিকোলাস বুরবাকি এসোসিয়েশন
Association des collaborateurs de Nicolas Bourbaki
নামকরণচার্লস-ডেনিস বুরবাকি
গঠিত১০ ডিসেম্বর ১৯৩৪ (প্রথম অনানুষ্ঠানিক সভা)
১০-১৭ জুলাই ১৯৩৫ (প্রথম কর্মকর্তা, প্রতিষ্ঠাতা সম্মেলন)
প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাস্থানল্যাটিন কোয়ার্টার, প্যারিস, ফ্রান্স (প্রথম অনানুষ্ঠানিক বৈঠক)
বেসে-এন-চান্দেসে, ফ্রান্স (প্রথম আনুষ্ঠানিক, প্রতিষ্ঠাতা সম্মেলন)
ধরনস্বেচ্ছাসেবী সমিতি
উদ্দেশ্যবিশুদ্ধ গণিতে পাঠ্যপুস্তক প্রকাশ
সদরদপ্তরÉcole Normale Supérieure, প্যারিস
সদস্যপদ
গোপনীয়
দাপ্তরিক ভাষা
ফরাসি
ওয়েবসাইটwww.bourbaki.ens.fr
প্রাক্তন নাম
Committee for the Treatise on Analysis

এই গ্রুপের নাম উনিশ শতকের ফরাসি জেনারেল চার্লস-ডেনিস বুরবাকি থেকে উদ্ভূত।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Aczel, পৃ. 123–25।
  2. Mashaal, পৃ. 31।
  3. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  4. Weil, André (১৯৯২)। The apprenticeship of a mathematician। Library Genesis। Basel ; Boston : Birkhäuser Verlag। আইএসবিএন 978-3-7643-2650-0 

পাদটীকা সম্পাদনা

  1. সিমোন ওয়েল এই দলের সদস্য ছিলেন না; তিনি একজন দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন না। যাইহোক তিনি তার ভাই আন্দ্রেকে সমর্থন, এবং গণিত শেখার জন্য একাধিক প্রাথমিক সম্মেলনে অংশগ্রহণ করেন।[১]

গ্রন্থ তালিকা সম্পাদনা