নেলসন সেমেদো

পর্তুগিজ ফুটবলার
(Nélson Semedo থেকে পুনর্নির্দেশিত)

নেলসন কাব্রাল সেমেদো (জন্মঃ ১৬ নভেম্বর ১৯৯৩) একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার যিনি স্পেনের লা লিগার দল বার্সেলোনা এবং পর্তুগাল জাতীয় দল এর হয়ে রাইট ব্যাক হিসেবে খেলেন।

নেলসন সেমেদো
পর্তুগালের হয়ে ২০১৭ সালে সেমেদো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নেলসন কাব্রাল সেমেদো
জন্ম (1993-11-16) ১৬ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান লিসবন, পর্তুগাল
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০+ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষনভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৮–২০১১ সিন্ত্রেনসে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১২ সিন্ত্রেনসে ২৬ (৫)
২০১২–২০১৬ বেনফিকা বি ৬৩ (৪)
২০১২–২০১৩ → ফাতিমা (ধারে) ২৯ (০)
২০১৫–২০১৭ বেনফিকা ৪৩ (২)
২০১৭– বার্সেলোনা ৫০ (১)
জাতীয় দল
২০১৬ পর্তুগাল অনূর্ধ্ব-২৩ (০)
২০১৫– পর্তুগাল ১০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৯ জুন ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

সেমেদোর পেশাদার জীবন শুরু হয় পর্তুগালের ক্লাব সিন্ত্রেনসে তে ২০১১ সালে। ২০১২ সালে তিনি বেনফিকায় যোগ দেন। ২০১২-১৩ মৌসুমে তাকে পর্তুগালের ফাতিমায় ধারে পাঠানো হয়। ২০১৫ সাল থেকে সেমেদো বেনফিকার মূল দলে খেলা শুরু করেন। ২০১৭ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ৫ লক্ষ ইউরোর বিনিময়ে কিনে নেয়।

২০১৫ সালে সার্বিয়া জাতীয় দল এর বিপক্ষে তার পর্তুগাল জাতীয় দল এ অভিষেক হয়। তিনি পর্তুগালের ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৭ দলের সদস্য ছিলেন যেখানে পর্তুগাল তৃতীয় স্থান অর্জন করে। তিনি পর্তুগাল দলের হয়ে ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগ জয় করেন।

পরিসংখ্যান সম্পাদনা

ক্লাব সম্পাদনা

২৫ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
সিন্ত্রেনসে ২০১১–১২ ২৬ ২৭
ফাতিমা (ধারে) ২০১২–১৩ ২৯ ৩১
বেনফিকা বি ২০১৩–১৪ ১৭ ১৭
২০১৪–১৫ ৪২ ৪২
২০১৫–১৬
মোট ৬৩ ৬৩
বেনফিকা ২০১৫–১৬ ১২ ১৮
২০১৬–১৭ ৩১ ৪৬
মোট ৪৩ ১১ ৬৪
বার্সেলোনা ২০১৭–১৮ ২৪ ৩৬
২০১৮–১৯ ২৬ ১০ ৪৬
মোট ৫০ ১৩ ১৭ ৮২
সর্বমোট ২১১ ১৩ ২০ ২৮ ২৬৭ ১৩

আন্তর্জাতিক সম্পাদনা

১৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল সাল উপস্থিতি গোল
পর্তুগাল ২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
মোট ১০

অর্জন সম্পাদনা

ক্লাব সম্পাদনা

বেনফিকা
  • প্রিমেরা লিগা: ২০১৫–১৬, ২০১৬–১৭
  • তাকা দে পর্তুগাল: ২০১৬–১৭
  • তাকা দা লিগা: ২০১৫–১৬
  • সুপারতাকা কানদিদো দে অলিভিয়েরা: ২০১৬
বার্সেলোনা

আন্তর্জাতিক সম্পাদনা

পর্তুগাল

ব্যক্তিগত সম্পাদনা

  • এলপিএফপি প্রিমেরা লিগা বর্ষসেরা ব্রেকথ্রু প্লেয়ার: ২০১৬–১৭
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রেকথ্রু একাদশ: ২০১৭
  • উয়েফা নেশনস লিগ টুর্নামেন্টসেরা দল: ২০১৯

তথ্যসূত্র সম্পাদনা