মার্ক রাশমেয়ার

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
(Mark Rushmere থেকে পুনর্নির্দেশিত)

মার্ক উইর রাশমেয়ার (ইংরেজি: Mark Rushmere; জন্ম: ৭ জানুয়ারি, ১৯৬৫) পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।[১][২] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

মার্ক রাশমেয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমার্ক উইর রাশমেয়ার
জন্ম (1965-01-07) ৭ জানুয়ারি ১৯৬৫ (বয়স ৫৯)
পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২৪৪)
১৮ এপ্রিল ১৯৯২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০)
২ মার্চ ১৯৯২ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই১২ এপ্রিল ১৯৯২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৩ - ১৯৯৩ইস্টার্ন প্রভিন্স/বি
১৯৯৩ - ১৯৯৬ট্রান্সভাল
১৯৯৬ - ২০০০ইস্টার্ন প্রভিন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৪৪ ১৮৯
রানের সংখ্যা ৭৮ ৮৪৯৪ ৫৪৫৫
ব্যাটিং গড় ৩.০০ ১৯.৫০ ৩৯.৩২ ৩৭.৬২
১০০/৫০ -/- -/- ২০/৪১ ৬/৩৫
সর্বোচ্চ রান ৩৫ ১৮৮ ১৩৯
বল করেছে - - ১২২ -
উইকেট - - -
বোলিং গড় - - ২৬.৫০ -
ইনিংসে ৫ উইকেট - - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং - - ১/- -
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১/- ৭৩/– ৫৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৬ জুলাই ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্সগটেং দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন মার্ক রাশমেয়ার

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত মার্ক রাশমেয়ারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৯৩-৯৪ মৌসুমে ট্রান্সভাল, ১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত ইস্টার্ন প্রভিন্স বি, ১৯৮৪-৮৫ মৌসুম থেকে ১৯৯২-৯৩ মৌসুম পর্যন্ত ইস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলেছেন।

২৩ বছর বয়সে ইস্টার্ন প্রভিন্সের অধিনায়কের দায়িত্বপ্রাপ্ত হন। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তিনি পরিগণিত হয়েছেন। একপর্যায়ে দৃশ্যতঃ দক্ষিণ আফ্রিকার ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাকে ভাবা হতো।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও চারটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন। ১৮ এপ্রিল, ১৯৯২ তারিখে ব্রিজটাউনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। হুক খেলায় বেশ দূর্বলতা ছিল তার। দল থেকে বাদ পড়েন। এরপর আর তাকে দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলতে দেখা যায়নি।

১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসের প্রথম ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও, ঐ বছরের শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম টেস্ট ক্রিকেটে অংশ নেন। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রতিপক্ষীয় দল ছিল ওয়েস্ট ইন্ডিজ দল।

রাশমেয়ারের পিতা কলিন রাশমেয়ার ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইস্টার্ন ও ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ১৯৯৯ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা