মারাঠি চলচ্চিত্র

চলচ্চিত্র
(Marathi cinema থেকে পুনর্নির্দেশিত)

মারাঠি চলচ্চিত্র (মারাঠি: मराठी चित्रपट, মরাঠি চিত্রপট) ভারতের মারাঠিভাষী চলচ্চিত্র শিল্প। এটি দেশের অন্যতম প্রাচীন স্থানীয় চলচ্চিত্র শিল্প। মারাঠি ভাষাইয় প্রথম সবাক চলচ্চিত্র ছিল অযোধ্যেচা রাজা[১] প্রভাত ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পায় ১৯৩২ সালে; অর্থাৎ, প্রথম হিন্দি সবাক চলচ্চিত্র "আলম আরা" মুক্তি পাবার ঠিক একবছর পর। সাম্প্রতিক বছরগুলিতে মারাঠি চলচ্চিত্রের সমৃদ্ধি ঘটেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বই শহরে এই শিল্পের মূল কেন্দ্র অবস্থিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Films of Prabhat Film Company"। ২০১২-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা