বাদশাহ প্রথম আবদুল্লাহ মসজিদ

জর্ডানের মসজিদ
(King Abdullah I Mosque থেকে পুনর্নির্দেশিত)

বাদশাহ প্রথম আবদুল্লাহ মসজিদ (আরবি: مسجد الملك عبد الله الأول, প্রতিবর্ণীকৃত: মাসজিদুল মালিক আবদুল্লাহ আল-আউয়াল) জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত একটি মসজিদ। এটি ১৯৮২ থেকে ১৯৮৯ সালের মধ্যে নির্মাণ করা হয়। মসজিদটির উপরে নীল রঙের একটি মোজাইক করা গম্বুজ রয়েছে।

বাদশাহ প্রথম আবদুল্লাহ মসজিদ
مسجد الملك عبد الله الأول
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
মালিকানাজর্ডান সরকার
অবস্থান
অবস্থানআম্মান, জর্ডান
প্রশাসনMinistry of Endowments, Islamic Affairs and Holy Places
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামী স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৯৮২ (1982)
বিনির্দেশ
ধারণক্ষমতা১০,০০০ মুসল্লি
স্থানের এলাকা১৮,০০০ মি (১,৯০,০০০ ফু)
ওয়েবসাইট
www.awqaf.gov.jo/pages.php?menu_id=52

ছবি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা