জুলাই ২০১৮ চন্দ্রগ্রহণ

(July 2018 lunar eclipse থেকে পুনর্নির্দেশিত)

২০১৮ সালের ২৭শে জুলাই সম্পূর্ণ চন্দ্রগ্রহণ উপলব্ধ হবে। এ সময় চাঁদ পৃথিবীর ছায়া কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম হবে। এটি ১৫ জুন, ২০১১ সালের পর প্রথম কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ।

জুলাই ২০১৮ চন্দ্রগ্রহণ
ওরিয়া, ইতালি থেকে পূর্ণগ্রহণ, ২১:০৯ ইউটিসি
Chart of the eclipse; ecliptic north is up, hourly motion shown right to left
তারিখ২৭ জুলাই ২০১৮
গামা+0.1168
Magnitude1.6087
Saros cycle১২৯ (38 of 71)
ক্যাটালগLE2018Jul27T
স্থিতিকাল
Totality১০২ মিনিট, ৫৭ সেকেন্ড
Partiality২৩৪ মিনিট, ৩২ সেকেন্ড
Penumbral৩৭৩ মিনিট, ৪৮ সেকেন্ড
← January 2018
January 2019 →

দৃষ্টিপাত সম্পাদনা

এটি পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ায় সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে, উদয়ের সময় দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা ও ইউরোপের আকাশে, এবং অস্তের সময় পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার আকাশে দেখা যাবে।[১]

 
সর্বোচ্চ গ্রহণে চাঁদ থেকে পৃথিবীর দৃশ্য
 
দৃশ্যমানতা মানচিত্র

পটভূমি সম্পাদনা

 

সম্পর্কিত গ্রহণ সম্পাদনা

চন্দ্র বছর ধারাবাহিক সম্পাদনা

স্যারস ধারাবাহিক সম্পাদনা

চন্দ্র স্যারস চক্র সিরিজ ১২৯, প্রতি ১৮ বছর ১১ দিন পর পুনরাবৃত্তি করে, মোট ১১টি সম্পূর্ণ চন্দ্রগ্রহণসহ মোট ৭১টি চন্দ্রগ্রহণ ঘটেছে।

সর্বাধিক প্রথম
 
এই ধারাবাহিকের সর্বশ্রেষ্ঠ গ্রহণ ঘটেছিল ২০০০ জুলাই ১৬ তারিখে, যা ১০৬ মিনিট স্থায়ী হয়েছিল।[২]
উপচ্ছায়া-সংক্রান্ত আংশিক সম্পূর্ণ কেন্দ্র
১৩৬৫১ জুন ১০ ১৫১৩ সেপ্টেম্বর ১৫ ১৯১০ মে ২৪ ১৯৪৬ জুন ১৪
Last
কেন্দ্রীয় সম্পূর্ণ আংশিক উপচ্ছায়া-সংক্রান্ত
২০৩৬ আগস্ট ৭ ২০৯০ সেপ্টেম্বর ৮ ২৪৬৯ এপ্রিল ২৬ ২৬১৩ জুলাই ২৪
১৯০১–২১০০
১৯১০ মে ২৪ ১৯২৮ জুন ৩ ১৯৪৬ জুন ১৪
           
1964 Jun 25 ১৯৮২ জুলাই ৬ ২০০০ জুলাই ১৬
           
২০১৮ জুলাই ২৭ ২০৩৬ আগস্ট ৭ ২০৫৪ আগস্ট ১৮
           
২০৭২ আগস্ট ২৮ ২০৯০ সেপ্টেম্বর ৮
       

টিকা সম্পাদনা

  1. "গ্রহণের মানচিত্র — জুলাই ২৭, ২০১৮ সর্বোচ্চ চন্দ্রগ্রহণ" (English ভাষায়)। 
  2. Listing of Eclipses of cycle 129

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:চন্দ্রগ্রহণ