জন টেরি
(John Terry থেকে পুনর্নির্দেশিত)
জন টেরি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড়। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে চেল্সি দলের পক্ষে খেলে থাকেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জন জর্জ টেরি | ||
জন্ম | ডিসেম্বর ৭, ১৯৮০ | ||
জন্ম স্থান | বার্কিং, লন্ডন, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রহ্মনভাগ | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৮-বর্তমান ২০০০ |
চেলসি নটাম ফরেস্ট (ধার) |
(১৮৭ (১৫) ৬ (০)) | |
জাতীয় দল‡ | |||
২০০০-০২ ২০০৩-বর্তমান |
ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ ইংল্যান্ড |
(৯ (১) ৩০ (২)) | |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ নভেম্বর ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক। |
ইংল্যান্ড ও চেল্সি এর বর্তমান অধিনায়ক তিনি। তিনি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসাবে বিবেচিত, তিনি তাঁর প্রজন্মের অন্যতম সেরা কেন্দ্রীয় ডিফেন্ডার হিসাবে বিবেচিত, পাশাপাশি সর্বকালের সেরা ইংলিশ এবং প্রিমিয়ার লিগের অন্যতম রক্ষক। [১][২][৩][৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bate, Adam (১৭ মে ২০১৭)। "John Terry's Chelsea career: Where does the defender rank?"। Sky Sports। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ Miller, David (৩১ জুলাই ২০০৭)। "The best 20 England defenders"। The Daily Telegraph। London।
- ↑ "The 20 best Premier League defenders ever: where does John Terry rank?"। The Daily Telegraph। London। ১২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ Hayes, Garry (১৭ অক্টোবর ২০১৪)। "John Terry at 500: Is He Chelsea's Greatest Captain?"। Bleacher Report। Turner Sports। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Remembering John Terry's PFA Player of the Year Award"। Chelsea F.C.। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।