ঝিলিমিলি

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রাণীবাঁধ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম
(Jhilimili থেকে পুনর্নির্দেশিত)

ঝিলিমিলি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার একটি পর্যটন কেন্দ্র।

ঝিলিমিলি
ঝিলিমিলি
স্থানাঙ্ক: ২২°৪৮′ উত্তর ৮৬°৪২′ পূর্ব / ২২.৮° উত্তর ৮৬.৭° পূর্ব / 22.8; 86.7
ওয়েবসাইটbankura.gov.in/

ঝিলিমিলির গড় উচ্চতা ২২৮ মিটার (৭৪৮ ফুট)।[] কংসাবতী নদীর তীরে মুকুটমণিপুর থেকে ১৫ কিলোমিটার (৯.৩ মাইল), বাঁকড়া থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল), খাতড়া থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) এবং রানিবাঁধ থেকে ১২ কিলোমিটার (৭.৫ মাইল) দূরে অবস্থিত।[]

রানিবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার পথের দুধারে অরণ্যের নয়নাভিরাম দৃশ্য দেখা যায়।[] এই বনের মধ্য দিয়ে কংসাবতী নদী প্রবাহিত। নদীর দুই তীর আদর্শ চড়ুইভাতি কেন্দ্র। ঝিলিমিলির ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের অঞ্চলের মনোরম দৃশ্য দেখা যায়।[] ঝিলিমিলি শান্ত নির্জন জায়গা বলে, শহরবাসীরা এখানে নির্জনতার সন্ধানে আসেন।[]

জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই অঞ্চলে টুসু পরব অনুষ্ঠিত হয়। এই উৎসবে টুসুর পূজা করা হয়। মকর সংক্রান্তির দিন সাঁওতালদের মেলা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jhilimili, India Page"। Falling Rain Genomics। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৫ 
  2. "Bankura"। bengalinet। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৫ 
  3. "Jhilimili"। india9.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৫ 
  4. "Jhilimili"Forests। theindiatravel। ২০০৯-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৫