জাপান জাতীয় মহিলা ক্রিকেট দল

(Japan women's national cricket team থেকে পুনর্নির্দেশিত)

জাপান জাতীয় মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে জাপানের জাতীয় পর্যায়ের মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল। ২০০৩ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আইডব্লিউসিসি ট্রফির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অভিষেক ঘটে। এর ফলে যে-কোন জাপানী দলের পূর্বেই তারা প্রথম একদিনের খেলায় অংশগ্রহণ করে। তখনও জাপানের পুরুষ ক্রিকেট দল এ পর্যায়ে পৌঁছেনি। পাঁচ খেলার ঐ প্রতিযোগিতার সবগুলো খেলাতেই দলটি হেরে যায় ও নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় অবিশ্বাস্যরূপে অতিরিক্ত ১০৪ রান দেয়। প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে তারা মাত্র ২৮ রানে অল-আউট হয়। তন্মধ্যে অতিরিক্ত রান থেকেই আসে ২০ রান ও ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয় ৩ রান করেছিলেন।[১]

জাপান জাতীয় মহিলা ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২১ জুলাই, ২০০৩ ব পাকিস্তান, আমস্টারডাম, নেদারল্যান্ডস
২০ সেপ্টেম্বর, ২০০৬ অনুযায়ী

সেপ্টেম্বর, ২০০৬ সালে তারা পুনরায় আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসে। ২০০৭ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে পূর্ব এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রতিনিধিত্বের অংশ হিসেবে পাপুয়া নিউগিনি’র বিপক্ষে তিন খেলার একদিনের সিরিজে অংশ নেয়। জাপান আইডব্লিউসিসি ট্রফিতে খানিকটা উন্নতি করলেও তিনটি খেলার সবগুলোতেই পরাজিত হয়।

বর্তমান দল

সম্পাদনা

সাফল্যগাথা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা