ইসাডোরা ডানকান

(Isadora Duncan থেকে পুনর্নির্দেশিত)

অ্যাঞ্জেলা ইসাডোরা ডানকান (২৬ মে ১৮৭৭ বা ২৭ মে ১৮৭৮[ক] - ১৪ সেপ্টেম্বর ১৯২৭) ছিলেন একজন মার্কিন নৃত্যশিল্পী। তিনি ইউরোপ জুড়ে নৃত্য পরিবেশন করে বিপুল খ্যাতি অর্জন করেন। ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা ডানকান ২২ থেকে ৫০ বছর পর্যন্ত পশ্চিম ইউরোপসোভিয়েত ইউনিয়নের বসবাস করতেন এবং নৃত্য পরিবেশন করতেন। ৫০ বছর বয়সে তার ওড়না গাড়ির চাকার এক্সেলে পেঁচিয়ে সংগঠিত দুর্ঘটনায় ফ্রান্সের নিসে তার মৃত্যু হয়।[১]

ইসাডোরা ডানকান
Isadora Duncan
জন্ম
অ্যাঞ্জেলা ইসাডোরা ডানকান

(১৮৭৭-০৫-২৬)২৬ মে ১৮৭৭[ক]
মৃত্যুসেপ্টেম্বর ১৪, ১৯২৭(১৯২৭-০৯-১৪) (৫০ বছর)[ক]
জাতীয়তামার্কিন, ফরাসি, সোভিয়েত
পরিচিতির কারণনৃত্যনৃত্য পরিচালনা
আন্দোলনআধুনিক/সমকালীন নৃত্য
দাম্পত্য সঙ্গীসের্গেই ইয়েসেনিন (বি. ১৯২২; বিচ্ছেদ. ১৯২৩)
সঙ্গীএডওয়ার্ড গর্ডন ক্রেইগ
প্যারিস সিঙ্গার
রোমানো রোমানেল্লি
মার্সিডিজ ডা আকোস্টা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইসাডোরা ডানকান ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করেন। তার পিতা জোসেফ চার্লস ডানকান (১৮১৯-১৮৯৮) ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা, খনির প্রকৌশলী ও শিল্প সমঝদার; এবং তার মাতা ম্যারি ইসাডোরা গ্রে (১৮৪৯-১৯২২)। তিনি তার পিতামাতার চার সন্তানের মধ্য সর্বকনিষ্ঠ। তার দুই বড় ভাই হলেন অগাস্টিন ডানকান ও রেমন্ড ডানকান;[২] এবং বড়বোন এলিজাবেথ ডানকানও একজন নৃত্যশিল্পী ছিলেন।[৩][৪]

ডানকানের শিশু অবস্থায় তার পিতামাতার বিবাহবিচ্ছেদ ঘটে,[খ] এবং তার মাতা তাদের পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়ার ওকল্যাণ্ডে চলে যান। সেখানে তিনি দর্জির কাজ করতেন এবং পিয়ানো শিখাতেন। ছয় থেকে দশ বছর পর্যন ইসাডোরা বিদ্যালয়ে পড়াশোনা করেন, এবং এরপর পড়াশোনা ত্যাগ করেন। তার পরিবারের দৈন্যতার কারণে তিনি ও তার তিন ভাইবোন স্থানীয় ছেলেমেয়েদের নাচ শিখিয়ে অর্থ উপার্জন করতেন।[২]

টীকা সম্পাদনা

  1. ডানকানের জন্মদিন ১৮৭৮ সালের ২৭শে মে হিসেবে অধিকতর জ্ঞাত হলেও তার মৃত্যুর পর প্রাপ্ত অভিসিঞ্চনের নথি অনুযায়ী তার জন্মদিন ১৮৭৭ সালের ২৬শে মে। এ সম্পর্কিত অন্য কোন নথি সম্ভবত ১৯০৬ সালের সান ফ্রান্সিস্কোর ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। দেখুন - স্টোকস, সিওয়েল। "Isadora Duncan"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  2. বিভিন্ন সূত্রে এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু ইসাডোরা তার আত্মজীবনীতে লিখেন, "my mother had divorced my father when I was a babe in arms"[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ক্রেইন, ডেব্রা; ম্যাক্রেল, জুডিথ (২০০০)। The Oxford Dictionary of Dance (১ম সংস্করণ)। অক্সফোর্ড: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ১৫২। আইএসবিএন 9780198601067ওসিএলসি 45663394 
  2. জোউইট, ডেবরা (১৯৮৯)। Time and the Dancing Image। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। পৃষ্ঠা ৭৫। আইএসবিএন 978-0-520-06627-4 
  3. Genthe, Arnold (photographer)। "Elizabeth Duncan dancer"লাইব্রেরি অভ কংগ্রেস। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ 
  4. কারিনা, লিলিয়ান; কান্ট, ম্যারিয়ন (জানুয়ারি ২০০৪)। Hitler's Dancers: German Modern Dance and the Third Reich। বার্গাহান বুকস। পৃষ্ঠা ১১। আইএসবিএন 978-1-57181-688-7 
  5. ডানকান (১৯২৭), পৃষ্ঠা ১৭।

বহিঃসংযোগ সম্পাদনা