আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতা

প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা
(Inter-Colonial Tournament থেকে পুনর্নির্দেশিত)

আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতা বা আন্তঃঔপনিবেশিক টুর্নামেন্ট (ইংরেজি: Inter-Colonial Tournament) ওয়েস্ট ইন্ডিজের প্রধান প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব-পর্যন্ত এ ক্রিকেট প্রতিযোগিতা চলে।

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

শুরুরদিকের প্রতিযোগিতাগুলোয় ব্রিটিশ গায়ানাকে মাঝে-মধ্যেই ডেমেরারা নামে ডাকা হতো। তবে, সাধারণ্যের সুবিধার্থে অত্র নিবন্ধে ব্রিটিশ গায়ানারূপে লিপিবদ্ধ করা হয়েছে।

এ প্রতিযোগিতাটি শৌখিন খেলোয়াড়দের জন্যে সীমাবদ্ধ। তবে, প্রায়শঃই অনেক শীর্ষস্থানীয় পেশাদার কৃষ্ণাঙ্গ ক্রিকেটার এ প্রতিযোগিতায় অংশ নিতেন।

ইতিহাস

সম্পাদনা

১৮৯১ সালে বার্বাডোস, ব্রিটিশ গায়ানা ও ত্রিনিদাদের মধ্যকার একটি প্রতিযোগিতা হয়। প্রত্যেক দলই একে-অপরের বিপক্ষে খেলে ও পরবর্তীকালে শীর্ষ দুই দলের মধ্যকার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হতো। এ প্রতিযোগিতা চলাকালে সম্মানীয় অচার ওয়ার্নারের পরামর্শক্রমে তিনটি উপনিবেশের মধ্যকার নিয়মিতভাবে সিরিজ আকারে পর্যায়ক্রমে প্রত্যেক উপনিবেশে অনুষ্ঠিত হবার কথা জানানো হয়। ১৮৯৩ সালে পরবর্তী প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু, ব্রিটিশ গায়ানা এতে অংশ নেয়নি। বার্বাডোস দল আবারও বিজয়ী হয়। এ খেলাটি প্রতিযোগিতার প্রথম যথাযথ খেলা হিসেবে পরিগণিত হয়।

১৮৯৩ সালের খেলায় বিজয়ী হবার কারণে ১৮৯৫ সালের প্রতিযোগিতায় বার্বাডোস দল স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত খেলায় অংশ নেয়। অন্য দুই দলের মধ্যকার খেলার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কোন দল তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। পরবর্তী প্রতিযোগিতাগুলোয়ও একই ধারা অব্যাহত থাকে।

দূরত্ব ও যাতায়াত খরচের কথা বিবেচনায় এনে জ্যামাইকা দল কোন সময়েই আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতায় অংশ নেয়নি।

সিরিজ তারিখ মৌসুম বিজয়ী আহ্বানকারী স্বাগতিক দল মাঠ
বিজয়ী দল পরাজিত দল
১-১০ সেপ্টেম্বর, ১৮৯১ ১৮৯১-৯২ বার্বাডোস ত্রিনিদাদ বার্বাডোস বে পাস্চার, ব্রিজটাউন
১ম ১৫-১৮ সেপ্টেম্বর, ১৮৯৩ ১৮৯৩-৯৪ বার্বাডোস ত্রিনিদাদ ত্রিনিদাদ কুইন্স পার্ক সাভানা, পোর্ট অব স্পেন
২য় ২৯ আগস্ট-৪ সেপ্টেম্বর, ১৮৯৫ ১৮৯৫-৯৬ ব্রিটিশ গায়ানা বার্বাডোস ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
৩য় ৭-১৪ সেপ্টেম্বর, ১৮৯৭ ১৮৯৭-৯৮ বার্বাডোস ব্রিটিশ গায়ানা বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
৪র্থ ১০-১৮ জানুয়ারি, ১৯০০ ১৮৯৯-১৯০০ বার্বাডোস ব্রিটিশ গায়ানা ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
৫ম ১৮-২৪ সেপ্টেম্বর, ১৯০১ ১৯০১-০২ ত্রিনিদাদ বার্বাডোস ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
৬ষ্ঠ ২০-২৮ জানুয়ারি, ১৯০৪ ১৯০৩-০৪ ত্রিনিদাদ বার্বাডোস বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
৭ম ৮-১৪ জানুয়ারি, ১৯০৬ ১৯০৫-০৬ বার্বাডোস ত্রিনিদাদ ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
৮ম ১২-১৮ সেপ্টেম্বর, ১৯০৭ ১৯০৭-০৮ ত্রিনিদাদ বার্বাডোস ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
৯ম ১৩-২১ জানুয়ারি, ১৯০৯ ১৯০৮-০৯ বার্বাডোস ত্রিনিদাদ বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
১০ম ১৯-২৭ জানুয়ারি, ১৯১০ ১৯০৯-১০ ত্রিনিদাদ বার্বাডোস ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
১১শ ১৯-২৭ সেপ্টেম্বর, ১৯১০ ১৯১০-১১ বার্বাডোস ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
১২শ ১২-২০ জানুয়ারি, ১৯১২ ১৯১১-১২ বার্বাডোস ত্রিনিদাদ বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
১৩শ ১৪-২৪ সেপ্টেম্বর, ১৯২১ ১৯২১-২২ অমিমাংসিত ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
১৪শ ২৩ সেপ্টেম্বর-২ অক্টোবর, ১৯২২ ১৯২২-২৩ বার্বাডোস ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
১৫শ ১৪-২২ ফেব্রুয়ারি, ১৯২৪ ১৯২৩-২৪ বার্বাডোস ত্রিনিদাদ বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
১৬শ ৬-১৬ ফেব্রুয়ারি, ১৯২৫ ১৯২৪-২৫ ত্রিনিদাদ বার্বাডোস ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
১৭শ ১-১২ অক্টোবর, ১৯২৬ ১৯২৫-২৬ ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
১৮শ ১৭ জানুয়ারি-১ ফেব্রুয়ারি, ১৯২৭ ১৯২৬-২৭ বার্বাডোস ত্রিনিদাদ বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
১৯শ ৩১ জানুয়ারি-৭ ফেব্রুয়ারি, ১৯২৯ ১৯২৮-২৯ ত্রিনিদাদ বার্বাডোস ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
২০শ ২৪ সেপ্টেম্বর-৮ অক্টোবর, ১৯২৯ ১৯২৯-৩০ ব্রিটিশ গায়ানা ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
২১শ ১৬-২৯ জানুয়ারি, ১৯৩২ ১৯৩১-৩২ ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
২২শ ২৬ জানুয়ারি-৯ ফেব্রুয়ারি, ১৯৩৪ ১৯৩৩-৩৪ ত্রিনিদাদ বার্বাডোস ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
২৩শ ২১ সেপ্টেম্বর-৩ অক্টোবর, ১৯৩৪ ১৯৩৪-৩৫ ব্রিটিশ গায়ানা ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
২৪শ ২৯ জানুয়ারি-৭ ফেব্রুয়ারি, ১৯৩৬ ১৯৩৫-৩৬ ব্রিটিশ গায়ানা ত্রিনিদাদ বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
২৫শ ১৬-২৯ জানুয়ারি, ১৯৩৭ ১৯৩৬-৩৭ ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা ত্রিনিদাদ কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন
২৬শ ২৭ সেপ্টেম্বর-৯ অক্টোবর, ১৯৩৭ ১৯৩৭-৩৮ ব্রিটিশ গায়ানা ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বোর্দা, জর্জটাউন
২৭শ ৭-১৪ জানুয়ারি, ১৯৩৯ ১৯৩৮-৩৯ ত্রিনিদাদ ব্রিটিশ গায়ানা বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন

১৮৯৩-৯৪ মৌসুমে ব্রিটিশ গায়ানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। ১৩শ আসরের খেলাটি অমিমাংসিত অবস্থায় ছিল। ত্রিনিদাদ বনাম বার্বাডোসের মধ্যকার চূড়ান্ত খেলাটি জাহাজে আরোহণের কারণে ড্র অবস্থায় বার্বাডোস দল চলে আসে।

শুরুতে প্রতি দুই বছর অন্তর প্রতিযোগিতা আয়োজন করা হয়। কিন্তু, ৮ম আসর থেকে বার্ষিকাকারে অনুষ্ঠিত হতে থাকে। তবে, বিভিন্ন কারণে বেশ কয়েক বছর খেলা হয়নি।

সার-সংক্ষেপ

সম্পাদনা

২৭টি আনুষ্ঠানিক সিরিজে ত্রিনিদাদ ১১, বার্বাডোস ১০টি ও ব্রিটিশ গায়ানা ৫টি শিরোপা জয় করে। ১টি সিরিজ অসমাপ্ত থেকে যায়।

২৭টি চূড়ান্ত খেলায় ত্রিনিদাদ দল ২৪টি, বার্বাডোস ১৯টি ও ব্রিটিশ গায়ানা ১১টি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল। ত্রিনিদাদ ও বার্বাডোসের মধ্যকার খেলায় ত্রিনিদাদ ১১ ও বার্বাডোস ৯টিতে জয় পায়। একটি খেলা ড্র হয়। ত্রিনিদাদ ও ব্রিটিশ গায়ানার মধ্যকার খেলায় ত্রিনিদাদ ১৩ ও ব্রিটিশ গায়ানা ৬টিতে জয় পায়। বার্বাডোস ও ব্রিটিশ গায়ানার মধ্যকার খেলায় ত্রিনিদাদ ৮ ও ব্রিটিশ গায়ানা ৫টিতে জয় পায়।

তথ্যসূত্র

সম্পাদনা