হেলেনিক ফুটবল ফেডারেশন

(Hellenic Football Federation থেকে পুনর্নির্দেশিত)

হেলেনিক ফুটবল ফেডারেশন (গ্রিক: Ελληνική Ποδοσφαιρική Ομοσπονδία; ΕΠΟ, ইংরেজি: Hellenic Football Federation; এছাড়াও গ্রিক ফুটবল ফেডারেশন সংক্ষেপে এইচএফএফ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৬ সালের ১৪ই নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবস্থিত।

হেলেনিক ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৪ নভেম্বর ১৯২৬; ৯৭ বছর আগে (1926-11-14)[১]
সদর দপ্তরঅ্যাথেন্স, গ্রিস
ফিফা অধিভুক্তি১৯২৭[১]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিগ্রিস এভাঙ্গেলোস গ্রামেনোস
সহ-সভাপতিগ্রিস নিকোলোয়াস ভাকালিস
ওয়েবসাইটwww.epo.gr

এই সংস্থাটি গ্রিসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সুপার লীগ গ্রিস, গ্রিক ফুটবল কাপ, গ্রিক সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে হেলেনিক ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এভাঙ্গেলোস গ্রামেনোস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলেক্সান্দ্রোস দেদেস।

কর্মকর্তা সম্পাদনা

৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি এভাঙ্গেলোস গ্রামেনোস
সহ-সভাপতি নিকোলোয়াস ভাকালিস
সাধারণ সম্পাদক আলেক্সান্দ্রোস দেদেস
কোষাধ্যক্ষ পেরিকলেস লাস্কারাকিস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ইয়াকোভোস ফিলিপুসিস
প্রযুক্তিগত পরিচালক চারালাম্পোস জেলেনিতসাস
ফুটসাল সমন্বয়কারী নিকোলাওস আভলোনিতিস
জাতীয় দলের কোচ (পুরুষ) ভান টি শিপ
জাতীয় দলের কোচ (নারী) আন্তোনিস প্রিওনাস
রেফারি সমন্বয়কারী স্রাভরোস ত্রিতসোনিস

মাইলফলক সম্পাদনা

  • ১৯২৬: হেলেনিক ফুটবল ফেডারেশনের ফাউন্ডেশন
  • ১৯২৭: হেলেনিক ফুটবল ফেডারেশন ফিফার সদস্য হয়
  • ১৯৫৪: হেলেনিক ফুটবল ফেডারেশন উয়েফার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হয়
  • ২০০৪: গ্রীস জাতীয় দল উয়েফা ইউরো ২০০৪ জয়লাভ করে

অর্জন সম্পাদনা

জাতীয় দল সম্পাদনা

অনূর্ধ্ব-২১ সম্পাদনা

অনূর্ধ্ব-১৯ সম্পাদনা

এইচএফএফ সভাপতি সম্পাদনা

নিম্ন এইচএফএফ-এর সভাপতিদের নামের তালিকা উল্লেখ করা হলো:[২]

 
নাম সাল
আপোস্তোলোস নিকোলাইদিস ১৯২৬–২৭
মারিনোস মারিনাকিস ১৯২৭
পানাগিস ভিরিওনিস ১৯২৭–২৮
ইওনাইস ক্রিসাফিস ১৯২৮–২৯
দিমিত্রিওস মারসেলোস ১৯২৯
মিচালিস রিনোপুলোস ১৯২৯
কোন্সতান্তিনোস কোতজিয়াস ১৯২৯–৩০
জর্জেস কালাফাতিস ১৯৩০
দিমিত্রিওস মারসেলোস ১৯৩০–৩২
নিকোলাওস জিরোস ১৯৩২–৩৩
আপোস্তোলোস নিকোলাইদিস ১৯৩৩–৩৪
কোন্সতান্তিনোস কাস্ত্রিতসিস ১৯৩৪–৩৬
থানাসিস মারমিগাস ১৯৩৬–৩৭
কোন্সতান্তিনোস কোতজিয়াস ১৯৩৭–৩৯
থানাসিস মারমিগাস ১৯৩৯–৪০
পানাগিস ভিরিওনিস ১৯৪০–৪১
 
নাম সাল
দিমিত্রিস কারাবাতিস ১৯৪৩–৪৬
থানাসিস মারমিগাস ১৯৪৬–৬৮
দিমিত্রিস ভারদানিস ১৯৬৮–৬৯
জর্জেস দেদেস ১৯৬৯–৭৩
দিমিত্রিস ভোয়াতজিস ১৯৭৩–৭৪
লুকাস পানুরগিয়াস ১৯৭৪–৭৫
ভাসিলিস হাতজিয়ানিস ১৯৭৫–৮৫
সত্রিরিস আলিমিসিস ১৯৮৫–৯০
কোস্তাস ত্রিভেয়াস ১৯৯০–৯৭
সত্রিরিস আলিমিসিস ১৯৯৭–০০
কোস্তাস আলেক্সান্দ্রিদিস ২০০০–০১
ভাসিলিস গাগাতসিস ২০০১–০৮
সফোকলিস পিলাভিওস ২০০৯–১২
জর্জেস সারিস ২০১২–১৪
জর্জেস গিরতজিকিস ২০১৪–১৬
এভাঙ্গেলোস গ্রামেনোস ২০১৭–

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  2. sentragoal.gr ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১৫ তারিখে (গ্রিক)

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:হেলেনিক ফুটবল ফেডারেশন