শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
(Filmfare Award for Best Music Director থেকে পুনর্নির্দেশিত)
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রথম আসরে নওশাদ আলী বাইজু বাওরা চলচ্চিত্রের "তু গঙ্গা কী মৌজ" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন। প্রথম দুই বছর নির্দিষ্ট গানের জন্য এই পুরস্কার প্রদান করা হত, ১৯৫৬ সালের পর থেকে চলচ্চিত্রের সমগ্র গানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এ আর রহমান সর্বাধিক দশবার এই বিভাগে পুরস্কার অর্জন করেন।
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: সঞ্জয় লীলা ভন্সালী | |
প্রদানের কারণ | চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ (১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | সঞ্জয় লীলা ভন্সালী (পদ্মাবত-এর জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
জয় ও মনোনয়নের পরিসংখ্যানসম্পাদনা
একাধিকবার বিজয়ীসম্পাদনা
- ১০ বার
- ৯ বার
- ৭ বার
- ৪ বার
- ৩ বার
- ২ বার
একাধিকবার মনোনীতসম্পাদনা
- ২৫ বার
- ২০ বার
- ১৭ বার
- ১৬ বার
- ১৫ বার
- ১৪ বার
- ১৩ বার
- ১১ বার
- ১০ বার
- ৯ বার
- ৮ বার
- ৭ বার
- ৬ বার
- ৫ বার
- ৪ বার
- ৩ বার
- ২ বার