আর্নেস্ট ব্রমলি

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Ernest Bromley (cricketer) থেকে পুনর্নির্দেশিত)

আর্নেস্ট হার্ভে ব্রমলি (ইংরেজি: Ernest Bromley; জন্ম: ২ সেপ্টেম্বর, ১৯১২ - মৃত্যু: ১ ফেব্রুয়ারি, ১৯৬৭) পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৩ থেকে ১৯৩৪ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

আর্নেস্ট ব্রমলি
১৯৩০ সালের সংগৃহীত স্থিরচিত্রে আর্নেস্ট ব্রমলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আর্নেস্ট হার্ভে ব্রমলি
জন্ম২ সেপ্টেম্বর, ১৯১২
ফ্রিম্যান্টল, পশ্চিম অস্ট্রেলিয়া
মৃত্যু১ ফেব্রুয়ারি, ১৯৬৭
ক্লেটন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামস্লগার
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪৬)
১০ ফেব্রুয়ারি ১৯৩৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২২ জুন ১৯৩৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫২
রানের সংখ্যা ৩৮ ২০৫৫
ব্যাটিং গড় ৯.৫০ ২৮.৫৪
১০০/৫০ ০/০ ৩/১২
সর্বোচ্চ রান ২৬ ১৬১
বল করেছে ৬০ ৩২১৭
উইকেট ৩৯
বোলিং গড় ৪২.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৫০
ক্যাচ/স্ট্যাম্পিং ২/০ ৪৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ আগস্ট ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। ইউরোপিয়ান্সের পক্ষেও খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন ‘স্লগার’ ডাকনামে পরিচিত আর্নেস্ট ব্রমলি

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত আর্নেস্ট ব্রমলি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। পার্থের ক্রিস্টিয়ান ব্রাদার্স কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে কলেজটি অ্যাকুইনাস কলেজ নামে পরিচিত। কলেজ থেকে চলে আসার পর ১৯২৮ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে থাকেন। ১৯৩৩ সালে প্রথম পশ্চিম অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ার পক্ষে খেলার সুযোগ লাভ করেন।[]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন আর্নেস্ট ব্রমলি। ১০ ফেব্রুয়ারি, ১৯৩৩ তারিখে ব্রিসবেনের গাব্বায় সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম খেলেন। অস্ট্রেলিয়ার পক্ষে লেন ডার্লিং, আর্নেস্ট ব্রমলি, হ্যামি লাভ এবং ইংল্যান্ডের পক্ষে টমাস মিচেলের একযোগে টেস্ট অভিষেক ঘটে। ঐ খেলায় তার দল ৬ উইকেটে পরাজিত হয়েছিল। এরপর, ২২ জুন, ১৯৩৪ তারিখে লর্ডসে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

লম্বাটে লিকলিকে গড়নের বামহাতি ব্যাটসম্যান ছিলেন আর্নেস্ট ব্রমলি। নিক্ষেপের কারণে স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৩৩ সালে এমসিজিতে নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ১ ফেব্রুয়ারি, ১৯৬৭ তারিখে ৫৪ বছর বয়সে ভিক্টোরিয়ার ক্লেটন এলাকায় আর্নেস্ট ব্রমলি’র দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Australia – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯ 
  2. Massam, Katharine (1998). On High Ground: Images of One Hundred Years at Aquinas College, Western Australia. University of Western Australia Press. p. 104. আইএসবিএন ১-৮৭৬২৬৮-০৫-০

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা