ইস্টার্নস ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল
(Easterns cricket team থেকে পুনর্নির্দেশিত)

ইস্টার্নস ক্রিকেট দল (ইংরেজি: Easterns cricket team) দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেট দলইস্টার্ন ট্রান্সভাল নামে দলটি পূর্বে পরিচিত ছিল। অক্টোবর, ১৯৯১ সাল থেকে দলটি প্রথম-শ্রেণীর ক্রিকেট ও অক্টোবর, ১৯৮৯ সাল থেকে লিস্ট এ ক্রিকেটে অংশ নিচ্ছে।

সুপারস্পোর্ট সিরিজকে ঘিরে ইস্টার্নস দল নর্দার্নস নামে পূর্বে পরিচিত নর্দার্ন ট্রান্সভালের সাথে একীভূত হয়ে টাইটান্স দল গঠন করে।

সম্মাননা

সম্পাদনা
  • কারি কাপ (১) - ২০০২-০৩; যৌথভাবে (০) -
  • স্ট্যান্ডার্ড ব্যাংক কাপ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (০) -

ইতিহাস

সম্পাদনা

অক্টোবর, ১৯৮৯ সাল থেকে ফেব্রুয়ারি, ১৯৯৫ সাল পর্যন্ত ইস্টার্নস দলকে ইস্টার্ন ট্রান্সভাল নামে ডাকা হতো। এরপর নাম পরিবর্তন করে ট্রান্সভাল ও পরবর্তীতে গটেং রাখা হয়। অক্টোবর, ২০০৪ সাল দলটি টাইটান্সের অংশ হয়।

ইস্টার্নস ক্রিকেট দলে অতিথি দলগুলোর বিপক্ষে নিজেদের খেলা আয়োজনের জন্যে নিম্নের মাঠগুলো ব্যবহার করে:

  • পিএএম ব্রিঙ্ক স্টেডিয়াম, স্প্রিংস (জানুয়ারি, ১৯৯২ থেকে জানুয়ারি, ১৯৯৬ পর্যন্ত)
  • অলিম্পিয়া পার্ক, স্প্রিংস (নভেম্বর, ১৯৯৪ সালে একবার ব্যবহার করা হয়; এরপূর্বে ডিসেম্বর, ১৯৩৭ থেকে নভেম্বর, ১৯৯৪ সাল পর্যন্ত নর্দার্নস ব্যবহার করতো)
  • সাহারা পার্ক উইলোমুর, বেনোনি (প্রধান মাঠ: নভেম্বর, ১৯৯৬ থেকে ২০১০)

তথ্যসূত্র

সম্পাদনা
  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions