দুর্দান্ত ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট দল
(Dhaka Dynamites থেকে পুনর্নির্দেশিত)

দুর্দান্ত ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দল। এটি বাংলাদেশের ঢাকা শহর বা ঢাকার প্রতিনিধিত্ব করে । ২০২৪ সালের দলটির নতুন মালিক প্রতিষ্ঠান নিউটেক্স।[১]

দুর্দান্ত ঢাকা
লিগবাংলাদেশ প্রিমিয়ার লিগ
কর্মীবৃন্দ
অধিনায়কমোসাদ্দেক হোসেন সৈকত
কোচখালেদ মাহমুদ সুজন
মালিকনিউটেক্স নিট ফ্যাশনস লিমিটেড
দলের তথ্য
শহরঢাকা, বাংলাদেশ
প্রতিষ্ঠা
    • ২০১২: ঢাকা গ্ল্যাডিয়েটর্স
    • ২০১৫: ঢাকা ডায়নামাইটস
    • ২০১৯: ঢাকা প্লাটুন
    • ২০২১: মিনিস্টার ঢাকা
    • ২০২৩: ঢাকা ডমিনেটর্স
    • ২০২৪: দুর্দান্ত ঢাকা
স্বাগতিক মাঠশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় (২০১২, ২০১৩, ২০১৬)

টি২০আই কিট

ইতিহাস সম্পাদনা

 
২০১৫-২০১৮ সালে দলটির লোগো।

বিপিএল’র ১ম আসরে দলের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি মালিক হয় বেক্সিমকো গ্রুপ এবং দলের নাম হয় ঢাকা ডায়নামাইটস।

২০২৩ সালে বিপিএল’র ৯ম আসরে মালিকানা পায় রুপা গ্রুপ এবং নাম হয় ঢাকা ডমিনেটর্স। ২০২৪ সালের ১০ম আসরের জন্য আবারো মালিকানা পরিবর্তন হয়ে দলের নাম পরিবর্তন হয় দুর্দান্ত ঢাকা। এবার মালিক হলো নিউটেক্স গ্রুপ।[২]

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন

খেলোয়াড় তালিকা সম্পাদনা

কোচ/স্টাফ সম্পাদনা

মালিকানা সম্পাদনা

মালিক সময়কাল ফ্র‍্যাঞ্চাইজি
ইউরোপা গ্রুপ ২০১২–২০১৪ ঢাকা গ্ল্যাডিয়েটরস
বেক্সিমকো গ্রুপ ২০১৫–২০১৯ ঢাকা ডায়নামাইটস
যমুনা ব্যাংক ২০১৯–২০২০ ঢাকা প্লাটুন
মিনিস্টার ঢাকা ২০২২ মিনিস্টার ঢাকা
রূপা ফেব্রিকস লিমিটেড ২০২৩ ঢাকা ডমিনেটর্স
নিউটেক্সট নিট ফ্যাশনস লিমিটেড ২০২৪– দুর্দান্ত ঢাকা

জার্সি সম্পাদনা

২০২৪ বিপিএলে অন্যদলগুলোর চেয়ে ভিন্নতা রয়েছে দুর্দান্ত ঢাকার জার্সিতে। যার ডিজাইনার প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ।

তথ্যসুত্র সম্পাদনা

  1. "এবার বিপিএলে 'দুর্দান্ত ঢাকা', প্লেয়ার্স ড্রাফট ২৪ সেপ্টেম্বর"banglanews24.com। ২০২৩-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৭ 
  2. "বিপিএলে নতুন মালিকানায় 'দুর্দান্ত ঢাকা'"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৭ 
  3. "দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা