চশমাপরা বনকবুতর

পাখির প্রজাতি
(Columba hodgsonii থেকে পুনর্নির্দেশিত)

চশমাপরা বনকবুতর (ইংরেজি: speckled wood pigeon, বৈজ্ঞানিক নাম: Columba hodgsonii) কলাম্বিডি গোত্রের অন্তর্গত একটি মাঝারি আকৃতির কবুতর। এরা কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত, পূর্ব তিব্বত, মধ্য চীন, ইউন্নান এবং মায়ানমারের পার্বত্য বনাঞ্চলে বসবাস করে।

চশমাপরা বনকবুতর
ভারতের পূর্ব সিকিমের পাঙ্গোলাখায় একটি
চশমাপরা বনকবুতর
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Aves
বর্গ: Columbiformes
পরিবার: Columbidae
গণ: Columba
প্রজাতি: C. hodgsonii
দ্বিপদী নাম
Columba hodgsonii
Vigors, 1832

বর্ণনা সম্পাদনা

চশমাপরা বনকবুতরের দেহের উপরের অংশ (গলা ব্যতীত) মেরুন-বাদামি, আর গলা অন্যান্য কবুতরের মতোই বর্ণিল। দেহের নিম্নভাগ দাগযুক্ত (যার কারণে ইংরেজিতে একে স্পেকল্ড উড বলা হয়)। পাখিটির দৈর্ঘ্য ৩৮ সেন্টিমিটার।

 
ভূটানের একটি চশমাপরা বনকবুতর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Columba hodgsonii"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2012। সংগ্রহের তারিখ 24/10/2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা