ক্লাব দেস্পোর্তিভো সান্তা ক্লারা

(C.D. Santa Clara থেকে পুনর্নির্দেশিত)

ক্লুবে দেসপোর্তিভো সান্তা ক্লারা (ইংরেজি: CD Santa Clara; এছাড়াও সিডি সান্তা ক্লারা নামে পরিচিত) হচ্ছে সান্তা ক্লারা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২৭ সালের ১২ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিডি সান্তা ক্লারা তাদের সকল হোম ম্যাচ সান্তা ক্লারার এস্তাদিও দে সাও মিগেলে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৩,২৭৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দানিয়েল রামোস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রুই মিগেল মেলো কোরদেইরো। মিশরীয় মধ্যমাঠের খেলোয়াড় ওসামা রশিদ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]

সান্তা ক্লারা
পূর্ণ নামক্লুবে দেসপোর্তিভো সান্তা ক্লারা
ডাকনামওস আসোরেয়ানোস (আজোরীয়)
প্রতিষ্ঠিত১২ মে ১৯২৭; ৯৭ বছর আগে (1927-05-12)
মাঠএস্তাদিও দে সাও মিগেল[১]
ধারণক্ষমতা১৩,২৭৭
সভাপতিপর্তুগাল রুই মিগেল মেলো কোরদেইরো
ম্যানেজারপর্তুগাল দানিয়েল রামোস
লিগপ্রিমেইরা লিগা
২০১৯–২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, সিডি সান্তা ক্লারা এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেগুন্দা লিগা এবং ১টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  2. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  3. "সিডি সান্তা ক্লারা: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ক্লাব দেস্পোর্তিভো সান্তা ক্লারা টেমপ্লেট:প্রিমেইরা লিগা