বাংলা ব্রেইল

(Bengali Braille থেকে পুনর্নির্দেশিত)

বাংলা ব্রেইল হল একটি ব্রেইল লিখন পদ্ধতি যা বাংলাঅসমীয়া ভাষার জন্য ব্যবহৃত হয়। ইউনেস্কো মতে (২০১৩),[১] বাংলাদেশভারতে বাংলা ভাষার জন্য ব্রেইলের নিয়মাবলীতে কিছুটা ভিন্নতা রয়েছে। ভারতী পদ্ধতিতে বাংলা লেখার পদ্ধতি সংকোচিত, আর বাংলাদেশের পদ্ধতিতে এটি অসংকোচিত। উদাহরণস্বরূপ: বাংলাদেশি পদ্ধতিতে 'ৎ' কে "⠐ (ব্রেইল নিদর্শন বিন্দু-5)⠞ (ব্রেইল নিদর্শন বিন্দু-2345)" এভাবে প্রকাশ করা হলেও, ভারতীয় পদ্ধতিতে 'ৎ' এর কোনো ব্রেইল চিহ্ন নেই।[২][৩]

বাংলা ব্রেইল
লিপির ধরন
মুদ্রণের ভিত্তিবাংলা লিপি
ভাষাসমূহবাংলা, অসমীয়া
সম্পর্কিত লিপি
উদ্ভবের পদ্ধতি

এই নিবন্ধটিতে দুই দেশের বাংলা ব্রেইলের তুলনা দেওয়া হয়েছে। অসমীয়া ভাষাটি বাংলা লিপির একটি সামান্য পরিবর্তিত সংস্করণে লেখা হয়। ফলে বাংলা ব্রেইল অসমীয়া ভাষার জন্যও ব্যবহার করা হয়।

⠎⠍⠎⠈⠞ ⠍⠜⠝⠥⠯ ⠎⠈⠃⠜⠮⠔⠝⠘⠜⠃⠑ ⠎⠍⠜⠝ ⠍⠗⠈⠽⠜⠙⠜ ⠁⠑⠃⠁⠰ ⠁⠁⠮⠊⠅⠜⠗ ⠝⠊⠢⠑ ⠚⠝⠈⠍⠛⠈⠗⠓⠼ ⠅⠗⠑⠲ ⠞⠜⠄⠙⠑⠗ ⠃⠊⠃⠑⠅ ⠁⠑⠃⠁⠰ ⠃⠥⠙⠈⠮⠊ ⠁⠜⠡⠑⠆ ⠎⠥⠞⠗⠜⠰ ⠎⠅⠇⠑⠗⠁⠊ ⠁⠑⠅⠑ ⠁⠁⠏⠗⠑⠗ ⠏⠈⠗⠞⠊ ⠘⠈⠗⠜⠞⠐⠗⠞⠈⠃⠎⠥⠇⠘ ⠍⠝⠕⠘⠜⠃ ⠝⠊⠢⠑ ⠁⠜⠉⠗⠼ ⠅⠗⠜ ⠁⠥⠉⠊⠞⠲
সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।

বাংলা ব্রেইল লেখচিত্র

সম্পাদনা

স্বরবর্ণ

সম্পাদনা
মুদ্রণ
বাংলাদেশ                        -[৪]
ভারত   [৩]

ব্যঞ্জনবর্ণ

সম্পাদনা
মুদ্রণ
বাংলাদেশ     [২]               [২]  
ভারত   [৩]   [৩]
মুদ্রণ
বাংলাদেশ
&
ভারত
                   
মুদ্রণ র / ৰ[৫] [৬]
বাংলাদেশ         [২]         -
ভারত   [৩]  [৩]
মুদ্রণ ক্ষ জ্ঞ ড় ঢ় য়[৭]
বাংলাদেশ                 [২]     [২]
ভারত   [৩] (?)[৮]

সংশোধক বর্ণ

সম্পাদনা
মুদ্রণ
  ্   ং   ঃ   ঁ
বাংলাদেশ

ভারত
         

সংখ্যা

সম্পাদনা
সংখ্যা
বাংলাদেশ

ভারত
                             

বিরামচিহ্ন

সম্পাদনা
মুদ্রণ , ; : ? ! -
বাংলাদেশ

ভারত
                
মুদ্রণ ‘ ... ’ [ ... ] / *
বাংলাদেশ

ভারত
                 

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বিশ্ব ব্রেইল ব্যবহার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, ইউনেস্কো, 2013
  2. ইউনেস্কো (২০১৪-০৯-০৮)। "World Braille Usage, Third Edition"Pharmabraille। পৃষ্ঠা ৯। আইএসবিএন 978-0-8444-9564-4। ২০১৪-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১২ 
  3. ইউনেস্কো (২০১৪-০৯-০৮)। "World Braille Usage, Third Edition"Pharmabraille। পৃষ্ঠা ৬০। আইএসবিএন 978-0-8444-9564-4। ২০১৪-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১২ 
  4. 'র জন্য ব্রেইল অক্ষর বাংলাদেশ থেকে সত্যায়িত করা হয় না। (এটা আধুনিক বাংলা ভাষার একটি অপ্রচলিত স্বরবর্ণ।)
  5. বাংলাদেশ ও ভারতে বাংলার জন্য "" এবং ভারতে অসমীয়ার জন্য ""
  6. ভারতে আসমীয়ার ""। (বাংলাদেশের প্রমিত মানের "ভ"-এর অনুরূপ।)
  7. অন্যান্য ভারতী ব্রেইলতে, এটি ছোট স্বরবর্ণ "এ" হিসাবে প্রতিলিপি করা হয়।
  8. 'ৎ'-এর জন্য ব্রেইল অক্ষর ভারত থেকে সত্যায়িত করা হয় না।