৭৬তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার
৭৬তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার, বাফা (বা বাফটা) নামেও পরিচিত, ২০২২ সালের সেরা জাতীয় ও বিদেশি চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০২৩ সালের ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।[১] লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়্যাল ফেস্টিভাল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে অনুষ্ঠিত ৬৯তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারের পর এই প্রথম রয়্যাল অ্যালবার্ট হলের বাইরে অন্য কোথাও এই আয়োজন অনুষ্ঠিত হয়। বাফটা ও সাউথব্যাংক সেন্টারের নতুন চুক্তির ফলে এই স্থান পরিবর্তন করা হয়।[২] ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস ২০২২ সালে ব্রিটিশ প্রেক্ষাগৃহে প্রদর্শিত যে কোন দেশের সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রসমূহকে এই পুরস্কার প্রদান করে।
৭৬তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | |||
স্থান | রয়্যাল ফেস্টিভাল হল, লন্ডন | |||
উপস্থাপক | রিচার্ড ই. গ্র্যান্ট অ্যালিসন হ্যামন্ড | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট | |||
শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | দ্য ব্যানশিজ অব ইনিশেরিন | |||
শ্রেষ্ঠ অভিনেতা | অস্টিন বাটলার এলভিস | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | কেট ব্লানচেট টার | |||
সর্বাধিক পুরস্কার | অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (৭) | |||
সর্বাধিক মনোনয়ন | অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (১৪) | |||
|
২০২৩ সালের ১৯শে জানুয়ারি লন্ডনের ১৯৫ পিকাডিলিতে আর্টস চ্যারিটির নতুন সদর দপ্তর থেকে বৈশ্বিক সরাসরি সম্প্রচারের মাধ্যমে মনোনয়ন ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে অভিনয়শিল্পী হেইলি অ্যাটওয়েল ও তোহিব জিমো।[৩][৪][৫] ব্রিটিশ জনগণের ভোটে নির্বাচিত একমাত্র বিভাগ ইই রাইজিং স্টার পুরস্কারের মনোনীত প্রার্থীদের নাম ২০২৩ সালের ১৭ই জানুয়ারি ঘোষণা করা হয়।[৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রিটম্যান, অ্যালেক্স (৮ জুন ২০২২)। "BAFTA Sets 2023 Film Awards Date, Bringing Ceremony Back to Traditional February Slot"। দ্য হলিউড রিপোর্টার। ১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ এনটিম, জ্যাক (২০ সেপ্টেম্বর ২০২২)। "BAFTA to Move 2023 Film Awards to Southbank Centre's Royal Festival Hall"। ডেডলাইন হলিউড। ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "BAFTA announces Longlists for the 2023 EE BAFTA Film Awards" (সংবাদ বিজ্ঞপ্তি)। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ৬ জানুয়ারি ২০২৩। ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Baftas 2023: The nominees and winners in full"। বিবিসি নিউজ। ১৯ ফেব্রুয়ারি ২০২৩। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ এনটিম, জ্যাক (১৯ জানুয়ারি ২০২৩)। "BAFTA Film Awards Nominations: 'All Quiet on the Western Front,' 'Banshees of Inisherin' & 'Everything Everywhere All At Once' Lead — The Complete List"। ডেডলাইন হলিউড। ১৯ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Nominees announced for the 2023 EE Rising Star Award ahead of the EE BAFTA Film Awards" (সংবাদ বিজ্ঞপ্তি)। British Academy of Film and Television Arts। ১৭ জানুয়ারি ২০২৩। ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।