২৯তম বাচসাস পুরস্কার
২৯তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের উনত্রিশতম আয়োজন। ২০০৭ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১১টি বিভাগে ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] মনের সাথে যুদ্ধ সর্বাধিক ৩টি বিভাগে পুরস্কার অর্জন করে।
২৯তমতম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৭ সালে চলচ্চিত্রশিল্পে অনন্য অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
আয়োজক | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
প্রদান | ২০০৮ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | স্বপ্নডানায় | |||
শ্রেষ্ঠ অভিনেতা | মান্না মনের সাথে যুদ্ধ | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর আমার প্রাণের স্বামী | |||
সর্বাধিক পুরস্কার | মনের সাথে যুদ্ধ (৩টি) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবিভাগ | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | স্বপ্নডানায় | |
শ্রেষ্ঠ পরিচালক | গোলাম রাব্বানী বিপ্লব | স্বপ্নডানায় |
শ্রেষ্ঠ অভিনেতা | মান্না | মনের সাথে যুদ্ধ |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবনূর | আমার প্রাণের স্বামী |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | বাপ্পারাজ | মনের সাথে যুদ্ধ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | নিপুণ | আমার প্রাণের স্বামী |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | জেমস | মনের সাথে যুদ্ধ (গান - "আসবার কালে আসলাম একা") |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | ফাহমিদা নবী | আহা! (গান - "লুকোচুরি লুকোচুরি গল্প") |
শ্রেষ্ঠ জনপ্রিয় অভিনেত্রী | অপু বিশ্বাস | |
বিশেষ সম্মাননা | মান্না | |
বিশেষ পুরস্কার | প্রার্থনা ফারদিন দীঘি |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮২। আইএসবিএন 984-70194-0045-9।