২০২৩ মিয়ানমার নারী ক্রিকেট দলের সিঙ্গাপুর সফর

মিয়ানমার নারী ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য সিঙ্গাপুর সফর করে।[] সিরিজটি মিয়ানমার দলের জন্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[] সিরিজে মিয়ানমার ৩–০ ব্যবধানে জয়ী হয়।[]

২০২৩ মিয়ানমার নারী ক্রিকেট দলের সিঙ্গাপুর সফর
 
  সিঙ্গাপুর মিয়ানমার
তারিখ ২৪ আগস্ট ২০২৩ – ২৭ আগস্ট ২০২৩
অধিনায়ক শাফিনা মহেশ জা লিঁ উইঁ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে মিয়ানমার ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান সৌম্য গুরুসিংহ (৩৩) খিঁ মিঁ ম্যত্‌ (৪৩)
সর্বাধিক উইকেট বিনু কুমার (৩) জিঁ ক্যো (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সেইঁ সেইঁ চো (মিয়ানমার)

দলীয় সদস্য

সম্পাদনা
  সিঙ্গাপুর[]   মিয়ানমার
  • শাফিনা মহেশ (অধি.) (উই.)
  • অনন্যা শর্মা
  • আডা ভাসিন (উই.)
  • কমল রাজা
  • জাসিন্তা সি পিং (উই.)
  • দামিনী রমেশ
  • দিব্যা গণেশন কৃষ্ণন
  • বতানা শ্রীমুরুগাভেল
  • বিনু কুমার
  • রিয়া ভাসিন
  • রোমা রাওয়াল
  • রোশনী রমেশ
  • সারা মেরিকান
  • সৌম্য গুরুসিংহ (উই.)
  • জা লিঁ উইঁ (অধি.) (উই.)
  • এ মো (উই.)
  • খিঁ মিঁ ম্যত্‌
  • জিঁ ক্যো
  • চঁ ন্যো থ্বে
  • জোঁ লিঁ
  • থক্‌ থক্‌ ঔঁ
  • পঁ ই ফ্যু
  • মে পো পো চঁ
  • লিঁ লিঁ থুঁ
  • শ্বে রি উইঁ
  • সা সা ঔঁ (উই.)
  • সা সা ফো (উই.)
  • সেইঁ সেইঁ চো

সিঙ্গাপুর দলে ইশিতা শুক্লা, এলা উংগারম্যান, এশা আপ্টে, ধ্বনি প্রকাশ ও ফ্লোরেন্স ব্যানিস্টারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[]

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
২৪ আগস্ট ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
৭৭ (২০ ওভার)
  মিয়ানমার
৭৮/৬ (১৮.১ ওভার)
আডা ভাসিন ১২* (১৫)
জিঁ ক্যো ৩/৮ (৩ ওভার)
খিঁ মিঁ ম্যত্‌ ৩৮ (৪৮)
দামিনী রমেশ ২/১৩ (৩.১ ওভার)
মিয়ানমার ৪ উইকেটে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: ফয়েজ আহমেদ (সিঙ্গাপুর) ও রবি পুচ্ছ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: খিঁ মিঁ ম্যত্‌ (মিয়ানমার)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

সম্পাদনা
২৬ আগস্ট ২০২৩
১৯:৪০ (রাত)
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
৬৩ (১৯.৫ ওভার)
  মিয়ানমার
৬৪/৮ (১৯.৩ ওভার)
সৌম্য গুরুসিংহ ১৫ (২৯)
জোঁ লিঁ ৩/৪ (১.৫ ওভার)
সেইঁ সেইঁ চো ১৯ (৩৬)
বিনু কুমার ২/১১ (২ ওভার)
মিয়ানমার ২ উইকেটে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: বেণু মাধব (সিঙ্গাপুর) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: সেইঁ সেইঁ চো (মিয়ানমার)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
২৭ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
৫১/৯ (২০ ওভার)
  মিয়ানমার
৫২/১ (১১ ওভার)
দিব্যা গণেশন কৃষ্ণন ১৬ (৩১)
শ্বে রি উইঁ ২/৬ (২ ওভার)
মে পো পো চঁ ২৪* (২৭)
আডা ভাসিন ১/১১ (২ ওভার)
মিয়ানমার ৯ উইকেটে জয়ী
টার্ফ সিটি ক্রিকেট মাঠ বি, বুকিত তিমাহ
আম্পায়ার: সতীশ বালসুব্রহ্মণ্যম (সিঙ্গাপুর) ও সুব্বইয়া রমেশ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: মে পো পো চঁ (মিয়ানমার)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রোমা রাওয়াল (সিঙ্গাপুর) ও চঁ ন্যো থ্বে (মিয়ানমার)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Myanmar Women to tour Singapore for T20 International series in August 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩ 
  2. "SCA will be hosting the Singapore Women's vs Myanmar Women's ICC T20I Series 2023 for a 3 match T20I Series from 23rd - 28th August 2023"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "SINGAPORE WOMEN'S V MYANMAR WOMEN'S T20I SERIES 2023 Match 3 (27/08/2023) update:"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "SQUAD ANNOUNCEMENT for Singapore Women's vs Myanmar Women's T20I Series 23rd – 29th August 2023"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ 
  5. "Thr Sunbirds squad announcement for Singapore Women's vs Myanmar Women's T20I Series 23rd - 29th August 2023"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা