২০২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[২] সিরিজটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ।[৩] সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] ২০২৩ সালের মে মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৫] সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৬]
২০২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর | |||
---|---|---|---|
সংযুক্ত আরব আমিরাত | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ৪ জুন ২০২৩ – ৯ জুন ২০২৩ | ||
অধিনায়ক | মুহাম্মদ ওয়াসিম | শেই হোপ | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বৃত্য অরবিন্দ (১৪৬) | ব্র্যান্ডন কিং (১৭৬) | |
সর্বাধিক উইকেট | আয়ান আফজাল খান (৫) | ইয়্যানিক কারিয়া (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ) |
দলীয় সদস্য
সম্পাদনাসংযুক্ত আরব আমিরাত[৭] | ওয়েস্ট ইন্ডিজ[৮] |
---|---|
|
|
২০২৩ সালের ২৪ মে গুডাকেশ মোতি ও ডেভন থমাসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে যথাক্রমে কেভিন সিনক্লেয়ার ও জনসন চার্লসকে নেয়া হয়।[৯]
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
আলি আমির নাসির ৫৮ (৫২)
কিমো পল ৩/৩৪ (৭.১ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলি আমির নাসির (সংযুক্ত আরব আমিরাত), কেভেম হজ ও ডমিনিক ড্রেকস (ওয়েস্ট ইন্ডিজ)-এর ওডিআই অভিষেক হয়।
- ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১০]
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
আলি আমির নাসির ৫৭ (৫৩)
কেভেম হজ ২/৪৬ (৮ ওভার) |
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আদিত্য শেঠি, লাভপ্রীত সিং (সংযুক্ত আরব আমিরাত) ও আকিম জর্ডান (ওয়েস্ট ইন্ডিজ)-এর ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
বৃত্য অরবিন্দ ৭০ (৭৫)
কেভিন সিনক্লেয়ার ৪/২৪ (৭.১ ওভার) |
অ্যালিক অ্যাথানেজ ৬৫ (৪৫)
মোহাম্মদ জাওয়াদউল্লাহ ২/৩৬ (৫.১ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইথান দ্'সুজা, মোহাম্মদ জাওয়াদউল্লাহ (সংযুক্ত আরব আমিরাত) ও অ্যালিক অ্যাথানেজ (ওয়েস্ট ইন্ডিজ)-এর ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "UAE to host West Indies for three ODIs in June, ahead of World Cup Qualifiers"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩।
- ↑ "UAE to host West Indies for three ODIs in June, ahead of World Cup Qualifiers"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩।
- ↑ "West Indies announce historic first as World Cup preparation steps up"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "UAE and West Indies to play three ODIs in Sharjah ahead of World Cup Qualifier"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩।
- ↑ "UAE-West Indies ODI series opener moved to 4 June"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৩।
- ↑ "Athanaze's joint-fastest fifty on debut helps West Indies sweep UAE 3-0"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩।
- ↑ "List of 22 players announced for UAE-West Indies ODI series"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
- ↑ "West Indies name squad for ICC Cricket World Cup Qualifiers"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩।
- ↑ "CWI announces changes to West Indies Men's squads for the "A" Team Series in Bangladesh and ODI Series in the UAE"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩।
- ↑ "Brandon King hundred seals comfortable West Indies chase"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩।