২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

২০২৩ এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হলো এসিসি অনূর্ধ্ব-১৯ কাপের দশম সংস্করণ। এটি একটি সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে আটটি অনূর্ধ্ব-১৯ দল থাকে। এটি ২০২৩ সালের ডিসেম্বরে খেলা হয়।[১] [২] এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য এ টুর্নামেন্টে অংশ নেয়: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানশ্রীলঙ্কা এবং তাদের সঙ্গে যোগ দেয় র‍্যাঙ্কের এশিয়ার শীর্ষ তিন দল নেপাল, সংযুক্ত আরব আমিরাতজাপান[৩] ২০২৩ সালের জানুয়ারি মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৩ ও ২০২৪ সালের জন্য কাঠামো ও ক্যালেন্ডার ঘোষণা করেছিল, যেখানে তারা টুর্নামেন্টের তারিখ ও দলগুলি নিশ্চিত করেছিল। [৪] মূলত এ টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু পরবর্তীতে এটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়।[৫]

২০২৩ অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ
তারিখ৮ – ১৭ ডিসেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনযুব ওডিআই (৫০ ওভার)
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্ব ও নক-আউট
আয়োজক সংযুক্ত আরব আমিরাত
বিজয়ী বাংলাদেশ (১ম শিরোপা)
রানার-আপ সংযুক্ত আরব আমিরাত
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়বাংলাদেশ আশিকুর রহমান শিবলী
সর্বাধিক রান সংগ্রহকারীবাংলাদেশ আশিকুর রহমান শিবলী (৩৭৮)
সর্বাধিক উইকেটধারীভারত রাজ লিম্বানি (১২)

দল সম্পাদনা

উত্তীর্ণ হওয়ার মাধ্যম তারিখ কোটা উত্তীর্ণ দল
আইসিসির পূর্ণ সদস্য দল   আফগানিস্তান

  বাংলাদেশ

  ভারত

  পাকিস্তান

  শ্রীলঙ্কা

২০২৩ এসিসি অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার কাপ ১২–২৪ অক্টোবর ২০২৩   জাপান

    নেপাল

  সংযুক্ত আরব আমিরাত

দলীয় সদস্য সম্পাদনা

  আফগানিস্তান[৬]   বাংলাদেশ   ভারত[৭]   জাপান[৮]     নেপাল[৯]   পাকিস্তান[১০]   শ্রীলঙ্কা[১১]   সংযুক্ত আরব আমিরাত[১২]
  • নাসির খান (অধি.)
  • ওয়াফিউল্লাহ তারাখিল
  • জামশিদ জাদরান
  • খালিদ তানিওয়াল
  • আকরাম মোহাম্মদজাই
  • শোয়েল খান জুরমতি
  • রহিমুল্লাহ জুরমতি
  • নোমান শাহ আগা (উই.)
  • মোহাম্মদ ইউনুস জাদরান
  • আল্লাহ মোহাম্মদ গজানফর
  • ওয়াহিদুল্লাহ জাদরান
  • বশির আহমদ আফগান
  • ফরিদুন দাউদজাই
  • খলিল আহমদ
  • মাহফুজুর রহমান রাব্বি (অধি.)
  • আশিকুর রহমান শিবলী
  • আহরার আমিন
  • জিশান আলম
  • মোহাম্মদ রোহানাত দৌল্লা
  • মোহাম্মদ আসরাফুজ্জামান
  • মোহাম্মদ ইকবাল (উই.)
  • আরিফুল ইসলাম
  • শেখ পাভেজ জীবন
  • মারুফ মৃধা
  • মোহাম্মদ রফিউজ্জামান রাফি
  • চৌধুরী মোহাম্মদ রিজওয়ান
  • আদিল বিন সিদ্দিক
  • মোহাম্মদ শিহাব জেমস
  • ওয়াসি সিদ্দিকী
  • উদয় প্রতাপ সাহারান (অধি.)
  • সৌমি কুমার পান্ডে (সহ অধি.)
  • আরেভেলি অবনীশ রাও (উই.)
  • ইন্নেশ মহাজন (উই.)
  • মুরুগান অভিষেক
  • শচীন ধাস
  • ধানুশ গৌড়া
  • মুশীর খান
  • আরশিন কুলকার্নি
  • রাজ লিম্বানি
  • প্রিয়াংশু মোলিয়া
  • রুদ্র ময়ুর পাতেল
  • আদর্শ সিং
  • আরাধ্যা শুক্লা
  • নমন তিওয়ারি
  • কোজি হার্ডগ্রেভ -আবে (অধি.)
  • কাজুমা কাতো-স্টাফোর্ড (সহ অধি.)
  • চিহায়া আরকাওয়া
  • শোতারো হিরাতসুকা
  • চার্লস হিঞ্জ
  • হিরোটাকে কাকিনুমা
  • হুগো কেলি
  • ড্যানিয়েল প্যাঙ্কহার্স্ট (উই.)
  • নিহার পারমার
  • আদিত্য ফাড়কে
  • টিমোথি মুর
  • টমো রিয়ার (উই.)
  • আরভ তিওয়ারি
  • কিফার ইয়ামামোটো-লেক
  • দেব খানাল (অধি.)
  • দীপক বোহারা
  • তিলক রাজ ভান্ডারী
  • সুভাষ ভান্ডারী
  • আকাশ চাঁদ
  • হেমন্ত ধামি
  • দীপক প্রসাদ ডুমরে
  • গুলশান ঝা
  • অর্জুন কুমল
  • দীপেশ প্রসাদ কান্দেল
  • বিশাল বিক্রম কে.সি
  • উত্তম থাপা মাগার
  • বিপিন রাওয়াল (উই.)
  • আকাশ ত্রিপদী
  • সাদ বেগ (অধি.) (উই.)
  • আরাফাত মিনহাস (সহ অধি.)
  • আলী আসফান্দ
  • আজান আওয়াইস
  • মোহাম্মদ তৈয়ব আরিফ
  • আমির হাসান
  • আহমদ হোসেন
  • শামিল হোসেন
  • খুবাইহ খলিল
  • নাজাব খান
  • নাভিদ আহমেদ খান
  • শাহজাইন খান
  • মোহাম্মদ রিয়াজুল্লাহ
  • উবায়েদ শাহ
  • মোহাম্মদ জিশান
  • সিনেথ জয়াবর্ধনে (অধি.)
  • মালশা তরুপথ
  • পুলিন্দু পেরেরা
  • রুসান্ডা গামাগে
  • রবিশান নেথসারা
  • শরুজান শানমুগানাথন (উই.)
  • দিনুরা কালুপাহানা
  • বিশ্ব লাহিরু
  • গরুকা সংকেত
  • বিষেন হালামবেগে
  • রুবিশন পেরেরা
  • বিহাস থিউমিকা
  • দুবিন্দু রানাতুঙ্গা
  • হিরুন কাপুরবান্দারা
  • দিনুকা থেন্নাকুন
  • অয়ন আফজাল খান (অধি.)
  • আয়মান আহমেদ শাকিল আহমেদ
  • আম্মার বাদামি
  • ইথান কার্ল ডি’সুজা
  • মারুফ মারসেন্ট
  • ধ্রুব পরাশর
  • হার্দিক পাই
  • অক্ষত রাই
  • ইয়ায়িন কিরণ রাই
  • ওমিদ রহমান
  • আর্যাংশ শর্মা (উই.)
  • হর্ষিত শেঠ
  • হারিত শেঠি
  • শ্রেয় শেঠি
  • তানিশ সুরি (উই.)

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
  পাকিস্তান +১.৬২৩ সেমি-ফাইনাল
  ভারত +১.৮৫৬
  আফগানিস্তান −০.৪৭৬
    নেপাল −৩.০২৭
উৎস: ইএসপিএন[১৩]

সূচি সম্পাদনা

৮ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৭৩ (৫০ ওভার)
  ভারত
১৭৪/৩ (৩৭.৩ ওভার)
জামশিদ জাদরান ৪৩ (৭৫)
আরশিন কুলকার্নি ৩/২৯ (৮ ওভার)
আরশিন কুলকার্নি ৭০* (১০৫)
খলিল আহমদ ১/২৮ (৮.৩ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি গ্রাউন্ড ওভাল-১, দুবাই
আম্পায়ার: রশিদ রিয়াজ (পাকিস্তান) এবং গাজী সোহেল (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: আরশিন কুলকার্নি (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
১৫২ (৪৭.২ ওভার)
  পাকিস্তান
১৫৩/৩ (২৬.২ ওভার)
উত্তম থাপা মাগার ৫১ (৭৬)
মোহাম্মদ জিশান ৬/১৯ (৯.২ ওভার)
আজান আওয়াইস ৫৬* (৬২)
গুলসান ঝা ২/৫৪ (৮ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১০ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
ভারত  
২৫৯/৯ (৫০ ওভার)
  পাকিস্তান
২৬৩/২ (৪৭ ওভার)
আদর্শ সিং ৬২ (৮১)
মোহাম্মদ জিশান ৪/৪৬ (১০ ওভার)
আজান আওয়াইস ১০৫* (১৩০)
মুরুগান অভিষেক ২/৫৫ (৯ ওভার)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-১, দুবাই
আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) এবং রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আজান আওয়াইস (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১০ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
আফগানিস্তান  
২৬১ (৪৯.৩ ওভার)
    নেপাল
১৮৮ (৪০.১ ওভার)
জামশেদ জাদরান ১০৬* (১৫২)
সুভাষ ভান্ডারি ২/৪৯ (১০ ওভার)
অর্জুন কুমাল ৯১ (১০৮)
ফরিদুন দাউদজাই ৩/৩১ (৭.১ ওভার)
আফগানিস্তান ৭৩ রানে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-২, দুবাই
আম্পায়ার: জয়ারামান মদনগোপাল (ভারত) এবং আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: জামশেদ জাদরান (আফগানিস্তান)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
পাকিস্তান  
৩০৩ (৪৮ ওভার)
  আফগানিস্তান
২২০ (৪৮.৪ ওভার)
শাহজাইব খান ৭৯ (৯৫)
ফরিদুন দাউদজাই ৩/৪৯ (৯ ওভার)
নুমান শাহ ৫৪ (৭৮)
তৈয়ব আরিফ ৩/৫২ (৯ ওভার)
পাকিস্তান ৮৩ রানে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-১, দুবাই
আম্পায়ার: প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা) এবং জয়ারামান মদনগোপাল (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শামিল হোসেন (পাকিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
৫২ (২২.১ ওভার)
  ভারত
৫৭/০ (৭.১ ওভার)
হেমন্ত ধামি ৮ (১৮)
রাজ লিম্বানি ৭/১৩ (৯.১ ওভার)
আরশিন কুলকার্নি ৪৩* (৩০)
ভারত ১০ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-২, দুবাই
আম্পায়ার: রশিদ রিয়াজ (পাকিস্তান) এবং আসিফ ইয়াকুব (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজ লিম্বানি (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
  বাংলাদেশ +২.১০৭ সেমি-ফাইনাল
  সংযুক্ত আরব আমিরাত +০.৩৮৭
  শ্রীলঙ্কা +০.৭৯২
  জাপান −৪.১৫৩
প্রথম খেলা সম্পন্ন তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: ইএসপিএন[১৩]

ম্যাচ সম্পাদনা

৯ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ  
২২৮ (৪৯.৩ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১৬৭ (৪৭.৪ ওভার)
আশিকুর রহমান শিবলী ৭১ (১০২)
ধ্রুব পরাশর ৬/৪৪ (৯.৩ ওভার)
হার্দিক পাই ৩০* (৫১)
শেখ পাভেজ জীবন ৪/২৬ (১০ ওভার)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
জাপান  
৭৫ (৩০.৩ ওভার)
  শ্রীলঙ্কা
৭৬/৩ (১২.২ ওভার)
চার্লি হিঞ্জ ৩৬ (৫২)
মালশা থারুপথ ৩/২৬ (৬.৩ ওভার)
সিনথ জয়াবর্ধন ২৬* (২৪)
কিফার লেক ২/২৭ (৫ ওভার)
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-২, দুবাই
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) এবং রশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মালশা থারুপথ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২২০/৯ (৫০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
২২৪/৮ (৪৮.২ ওভার)
দিনুরা কালুপাহানা ৫৬ (৮৭)
অয়ন আফজাল খান ২/৩৮ (১০ ওভার)
তানিশ সুরি ৭৫ (৮৭)
গারুকা সংকেত ৩/৩৫ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-১, দুবাই
আম্পায়ার: সঞ্জয় গুরুং (নেপাল) এবং গাজী সোহেল (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: অয়ন আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
জাপান  
৯৯ (৪৭.১ ওভার)
  বাংলাদেশ
১০০/১ (১১.২ ওভার)
নিহার পারমার ১৮ (৮০)
মাহফুজুর রহমান রাব্বি ২/৯ (৮.১ ওভার)
আশিকুর রহমান শিবলী ৫৫* (৪৫)
চার্লস হিনজে ১/৩০ (৩.২ ওভার)
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-২, দুবাই
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) এবং প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২০০/৯ (৫০ ওভার)
  বাংলাদেশ
২০৪/৪ (৪০.৫ ওভার)
সিনথ জয়াবর্ধন ২৫ (৩০)
ওয়াসি সিদ্দিকী ৩/৩২ (১০ ওভার)
আশিকুর রহমান শিবলী ১১৬* (১৩০)
গারুকা সংকেত ২/৫৬ (৭.৫ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
৩২০/৭ (৫০ ওভার)
  জাপান
২১৩/৪ (৫০ ওভার)
অয়ন আফজাল খান ৬৭* (৪১)
চার্লস হিঞ্জ ২/৪২ (১০ ওভার)
কোজি হার্ডগ্রেভ আবে ৬৯ (৬৯)
হর্ষিত শেঠ ২/১৯ (৭ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১০৭ রানে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-২, দুবাই
আম্পায়ার: আহমেদ শাহ দুররানি (আফগানিস্তান) এবং সঞ্জয় গুরুং (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: অয়ন আফজাল খান (সংযুক্ত আরব)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

নক-আউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  সেমি-ফাইনাল ফাইনাল
                 
এ১    পাকিস্তান ১৮২ (৪৯.৩)  
বি২    সংযুক্ত আরব আমিরাত ১৯৩ (৪৭.৫)  
    সেমি জ ১    সংযুক্ত আরব আমিরাত ৮৭ (২৪.৫)
  সেমি জ ২    বাংলাদেশ ২৮২/৮ (৫০)
বি১    বাংলাদেশ ১৮৯/৬ (৪২.৫)
এ২    ভারত ১৮৮ (৪২.৪)  

সেমি-ফাইনাল সম্পাদনা

১ম সেমি-ফাইনাল সম্পাদনা

১৫ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৯৩ (৪৭.৫ ওভার)
  পাকিস্তান
১৮২ (৪৯.৩ ওভার)
অয়ন আফজাল খান ৫৫ (৫৭)
উবায়েদ শাহ ৪/৪৪ (৯.৫ ওভার)
সাদ বেগ ৫০ (৫৩)
হার্দিক পাই ২/৩৫ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১১ রানে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-১, দুবাই
আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) এবং রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অয়ন আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমি-ফাইনাল সম্পাদনা

১৫ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
ভারত  
১৮৮ (৪২.৪ ওভার)
  বাংলাদেশ
১৮৯/৬ (৪২.৫ ওভার)
মুরুগান অভিষেক ৬২ (৭৪)
মারুফ মৃধা ৪/৪১ (১০ ওভার)
আরিফুল ইসলাম ৯৪ (৯০)
নমন তিওয়ারি ৩/৩৫ (৯ ওভার)
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি ওভাল-২, দুবাই
আম্পায়ার: প্রজেথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা) এবং রশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারুফ মৃধা (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল সম্পাদনা

১৭ ডিসেম্বর ২০২৩
৯:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ  
২৮২/৮ (৫০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৮৭ (২৪.৫ ওভার)
আশিকুর রহমান শিবলী ১২৯ (১৪৯)
আয়মান আহমেদ ৪/৫২ (১০ ওভার)
ধ্রুব পার্সার ২৫* (৪০)
মোহাম্মদ রোহানাত দৌল্লা ৩/২৬ (৬ ওভার)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ACC unveils ২০২৩-২৪ cricket calendar; India, Pakistan in the same group for Asia Cup ২০২৩"Cricket Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  2. "India, Pakistan in same group for Asia Cup ২০২৩; ACC announces ২০২৩-২৪ cricket calendar"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  3. "Men's U19 Asia Cup and U19 Asia Cup qualifier tournaments announced for ২০২৩"Czarsportz Global (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৫ 
  4. "Asian Cricket Council announces new pathway structure and calendar for ২০২৩ & ২০২৪"Asian Cricket Council (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  5. "ACC Men's U19 Asia Cup ২০২৩: Know full schedule and groups"INSIDESPORTS। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩ 
  6. "ACB Name National U19s Squad for the ACC Men's U19 Asia Cup ২০২৩"cricket.af। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৩ 
  7. "India U19 squad for ACC Men's U19 Asia Cup announced"www.bcci.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  8. "Japan Cricket Association Team Selected for Men's Under ১৯ Asia Cup"cricket.or.jp। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৩ 
  9. Staff, cricnepal (২০২৩-১১-২৮)। "Nepal U-১৯'s squad announced for the Asia Cup"cricnepal.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৯ 
  10. "Pakistan U19 squad announced for ACC U19 Asia Cup ২০২৩"www.pcb.com.pk (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-১০। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০১ 
  11. Cricket, Sri Lanka (২০২৩-১২-০৪)। "Sri Lanka squad for ACC Men's U19 Asia Cup"Sri Lanka Cricket (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
  12. "AAYAN AFZAL KHAN TO LEAD UAE IN ACC MEN'S U19 ASIA CUP"Emirates Cricket। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২৩ 
  13. "Asian Cricket Council Under-19s Asia Cup"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা