২০২২–২৩ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
বাংলাদেশ ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২][৩] সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৪]
২০২২–২৩ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
সংযুক্ত আরব আমিরাত | বাংলাদেশ | ||
তারিখ | ২৫ সেপ্টেম্বর ২০২২ – ২৭ সেপ্টেম্বর ২০২২ | ||
অধিনায়ক | চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান | নুরুল হাসান | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান (৫৬) | আফিফ হোসেন (৯৫) | |
সর্বাধিক উইকেট |
আয়ান আফজাল খান (৩) কার্তিক মেইয়াপ্পান (৩) |
শরিফুল ইসলাম (৩) মেহেদী হাসান মিরাজ (৩) |
দলীয় সদস্য
সম্পাদনাসংযুক্ত আরব আমিরাত[৫] | বাংলাদেশ[৬] |
---|---|
|
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
চিরাগ সুরি ৩৯ (২৪)
মেহেদী হাসান মিরাজ ৩/১৭ (৩ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
মেহেদী হাসান মিরাজ ৪৬ (৩৭)
আয়ান আফজাল খান ২/৩৩ (৪ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আরব আমিরাতের সাথে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Bangladesh to play UAE in two T20Is, and undergo training camp in Dubai"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "ECB announces 'SKYEXCH UAE v Bangladesh Friendship series 2022'"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Mehidy, Mosaddek help Bangladesh take series 2-0"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "SkyExch #UAE v Bangladesh Cricket : The Tigers Friendship series gets underway Dubai International Stadium TODAY 18:00 (UAE Time)"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Friendship Series against UAE : Bangladesh squad to fly for Dubai tomorrow"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।