২০২১ সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ


২০২১ সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ ছিল সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ, সাফ দ্বারা আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের জন্য একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা । টুর্নামেন্টটি ১১ থেকে ২২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশের ঢাকার বিএসএসএস মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।.[১][২][৩][৪][৫][৬]

২০২১ সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশ বাংলাদেশ
তারিখ১১–২২ ডিসেম্বর ২০২১
দল (১টি উপ-কনফেডারেশন থেকে)
মাঠ১ (ঢাকাটি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন বাংলাদেশ (২য় শিরোপা)
রানার-আপ ভারত
তৃতীয় স্থান   নেপাল
চতুর্থ স্থান ভুটান
পরিসংখ্যান
ম্যাচ১১
গোল সংখ্যা৪৪ (ম্যাচ প্রতি ৪টি)
দর্শক সংখ্যা৪৯,৩০৩ (ম্যাচ প্রতি ৪,৪৮২ জন)
শীর্ষ গোলদাতাবাংলাদেশ সাহেদা আক্তার রিপা
(৫ গোল)
সেরা খেলোয়াড়বাংলাদেশ সাহেদা আক্তার রিপা
ফেয়ার প্লে পুরস্কার   নেপাল

টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ।[৭]

আয়োজক নির্বাচন সম্পাদনা

২০২১ সালের ১৪ অক্টোবর , মালদ্বীপের মালেতে সাফ সদস্যদের বোর্ড সভা অনুষ্ঠিত হয় , যেখানে বাংলাদেশকে টুর্নামেন্টের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।[৮]

ভেন্যু সম্পাদনা

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকার বিএসএসএস মোস্তফা কামাল স্টেডিয়ামে

ঢাকা
বিএসএসএস মোস্তফা কামাল স্টেডিয়াম
আসন ক্ষমতা: ২৫,০০০
 

অংশগ্রহণকারী দেশ সম্পাদনা

ফিফা ২০২১ সালে ৭ এপ্রিল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল, তাই তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি।[৯] ম্যাচগুলো চূড়ান্ত হওয়ার আগেই মালদ্বীপ টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেয়।

দেশ উপস্থিত আগের সেরা পারফরম্যান্স
  বাংলাদেশ ২য় চ্যাম্পিয়নস (২০১৮)
    নেপাল ২য় রানার্স আপ (২০১৮)
  ভারত ২য় তৃতীয় স্থান (২০১৮)
  ভুটান ২য় চতুর্থ স্থান (২০১৮)
  শ্রীলঙ্কা ১ম

খেলোয়াড়দের যোগ্যতা সম্পাদনা

২০০২ সালের ১ জানুয়ারী বা তার পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়রা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য। প্রতিটি দলকে ন্যূনতম ১৬ জন এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড়ের একটি স্কোয়াড নিবন্ধন করতে হবে, যাদের মধ্যে ন্যূনতম দুজনকে অবশ্যই গোলরক্ষক হতে হবে।

ম্যাচ কর্মকর্তা সম্পাদনা

রেফারি
  •   শেরিং ইয়াংখে
  •   জয়া চাকমা
  •   রূপদেবী গুরুস্বামী
  •   অঞ্জনা রাই
  •   পাবসারা মিনিসরানি
সহকারী রেফারি
  •   সালমা আক্তার মন
  •   রেশমি থাপা ছেত্রী
  •   নওছা শ্রেষ্ঠ
  •   মীরা তামাং
  •   মালিকা মধুষি

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ টেবিলে রঙের চাবি
গ্রুপ বিজয়ী ও রানার্সআপ দল ফাইনালে উন্নীত

টাইব্রেকার সম্পাদনা

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
  5. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
  6. যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
    1. হলুদ কার্ড = −১ পয়েন্ট;
    2. এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
    3. লাল কার্ড = −৩ পয়েন্ট;
    4. হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
  8. লটারি।

স্ট্যান্ডিং সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  বাংলাদেশ (H) ১৯ +১৯ ১০ অগ্রসর ফাইনালে
  ভারত +৮
    নেপাল ১০ +৯
  ভুটান ১৩ −৮
  শ্রীলঙ্কা ২৮ −২৮

ম্যাচ সম্পাদনা

ভুটান  ৫–০  শ্রীলঙ্কা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,২৫০
রেফারি: জয়া চাকমা (বাংলাদেশ)


বাংলাদেশ  ০–০    নেপাল
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫,৫৩৯
রেফারি: রুবাদেবী গুরুস্বামী (ভারত)

বাংলাদেশ  ৬–০  ভুটান
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪,৯৯২
রেফারি: পাবসারা মিনিসরানি (শ্রীলঙ্কা)


ভারত  ৫–০  শ্রীলঙ্কা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২,৩৭২
রেফারি: শেরিং ইয়াংখে (ভুটান)

নেপাল    ৬–০  শ্রীলঙ্কা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,৬৫০
রেফারি: শেরিং ইয়াংখে (ভুটান)
ভারত  ৩–০  ভুটান
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২,২৫০
রেফারি: অঞ্জনা রাই (নেপাল)

বাংলাদেশ  ১–০  ভারত
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫,৭৪৩
রেফারি: পাবসারা মিনিসরানি (শ্রীলঙ্কা
নেপাল    ৪–০  ভুটান
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২,৮৭৩
রেফারি: রুবাদেবী গুরুস্বামী (ভারত)

নেপাল    ০–১  ভারত
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,২৭৬
রেফারি: জয়া চাকমা (বাংলাদেশ)


বাংলাদেশ  ১২–০  শ্রীলঙ্কা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬,২৩৩
রেফারি: অঞ্জনা রাই (নেপাল)

ফাইনাল সম্পাদনা

বাংলাদেশ  ১–০  ভারত
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১১,১২৫
রেফারি: অঞ্জনা রাই (নেপাল)

বিজয়ী সম্পাদনা

 ২০২১ সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন 
 
বাংলাদেশ
দ্বিতীয় শিরোপা

পুরস্কার সম্পাদনা

টুর্নামেন্টের সমাপ্তিতে নিম্নলিখিত পুরস্কার প্রদান করা হয়:

সর্বোচ্চ গোলদাতা [১০] সবচেয়ে মূল্যবান খেলোয়াড় [১০] ফেয়ার প্লে পুরস্কার[১০]
  সাহেদা আক্তার রিপা   সাহেদা আক্তার রিপা     নেপাল

পরিসংখ্যান সম্পাদনা

গোলদাতা সম্পাদনা

এই প্রতিযোগিতায় ১১টি ম্যাচে ৪৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৪টি গোল (২২ ডিসেম্বর ২০২১ তারিখ অনুযায়ী)।

৫টি গোল

৪টি গোল

৩টি গোল

২টি গোল

১টি গোল

১টি আত্মঘাতী গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "All you need to know about the 2021 SAFF calendar"। Goal.com। ১৭ এপ্রিল ২০২১। 
  2. "কক্সবাজারের পরিবর্তে কমলাপুরে হবে অনুর্ধ্ব ১৯ নারী সাফ!"Offside Bangladesh (Bengali ভাষায়)। ৬ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২১ 
  3. "কক্সবাজার নয়, অ-১৯ নারী সাফ কমলাপুরে"Daily Dhaka Post (Bengali ভাষায়)। ৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২১ 
  4. "সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনে প্রস্তুত বাফুফে"Offside Bangladesh (Bengali ভাষায়)। ২৯ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  5. "শনিবার ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ"Daily Football Bangladesh (Bengali ভাষায়)। ৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১ 
  6. "Participating Teams Thank SAFF for Organizing SAFF U-19 Women's Championship"South Asian Football Federation। ১০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১ 
  7. "Bangladesh beat India to retain SAFF U-19 Women's Championship title"The Daily Star। ২২ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১ 
  8. "ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ"Channel 24 Sports (Bengali ভাষায়)। ১৬ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  9. "FIFA suspends Chad and Pakistan football associations" 
  10. "2021 SAFF U-19 Women's Championship awarded"South Asian Football Federation। ২২ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা