২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ


২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ হলো দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশগুলোর অনূর্ধ্ব-১৮ বছরের মহিলা দলগুলির অংশগ্রহণে ১ম বারের মতো আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়।[১] এতে দক্ষিণ এশিয়ার ৬টি দল অংশগ্রহণ করে (শ্রীলঙ্কা প্রতিযোগাতা থেকে তাদের দলের নাম প্রত্যাহার করে নেয়)।

২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশ ভুটান
তারিখ২৮ সেপ্টেম্বর ২০১৮ – ৭ অক্টোবর ২০১৮
দল
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন বাংলাদেশ (১ম শিরোপা)
রানার-আপ   নেপাল
তৃতীয় স্থান ভারত
চতুর্থ স্থান ভুটান
পরিসংখ্যান
ম্যাচ১০
গোল সংখ্যা৬৫ (ম্যাচ প্রতি ৬.৫টি)
শীর্ষ গোলদাতাবাংলাদেশ মোসাম্মত সিরাত জাহান স্বপ্না
(৮ গোল)
← শুরু

ভেন্যু সম্পাদনা

সবগুলো ম্যাচই ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

থিম্পু
চাংলিমিথাং স্টেডিয়াম
ক্ষমতা: ৪৫,০০০

ড্র সম্পাদনা

২০১৮ সালের ৭ জুলাই মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভা কক্ষে ড্র অনুষ্ঠিত হয়। সাফ সেক্রেটারি জেনারেল আনওয়ারুল হক হেলাল ও বাফুফের সেক্রেটারি জেনারেল আবু নাঈম সোহাগ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে সাত দেশের সব দলই ড্রয়ের জন্য অংশ নিয়েছিল, এ ও বি এই দুটি গ্রুপে ভাগ হয়ে; এ গ্রুপে ছিল ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এবং বি গ্রুপে ছিল বাংলাদেশ, নেপাল, ভুটান ও পাকিস্তান। পরবর্তীতে, শ্রীলঙ্কা দল প্রতিযোগিতা থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয় এবং দলগুলি পুনরায় সংজ্ঞায়িত করা হয়।

গ্রুপ এ গ্রুপ বি

  ভারত
  শ্রীলঙ্কা
  মালদ্বীপ
  ভুটান

    নেপাল
  বাংলাদেশ
  ভুটান
  পাকিস্তান

† প্রতিযোগিতার পূর্বে শ্রীলঙ্কা প্রত্যাহার করে নেয়।
‡ উভয় গ্রুপকে পুনবিন্যাস করতে ভুটানকে এ গ্রুপে নেওয়া হয়।

খেলোয়াড় সম্পাদনা

প্রতিটি দলকে সর্বনিম্ন ১৮ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ২৩ খেলোয়াড়ের একটি দল নিবন্ধন করতে হয়েছিল, যাদের মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক হতে হবে।

খেলোয়াড়ের যোগ্যতা সম্পাদনা

১ জানুয়ারি ২০০০ বা তার পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়গণ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্য ছিল। প্রতিটি দলকে সর্বনিম্ন ১৬ জন খেলোয়াড় এবং সর্বাধিক ২৩ জন খেলোয়াড়ের একটি দল নিবন্ধন করতে হয়েছিল, যাদের মধ্যে অন্তত দুইজন গোলরক্ষক হতে হবে।

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ টেবিলে রঙের চাবি
গ্রুপ বিজয়ী ও রানার্সআপ দল ফাইনালে উন্নীত

টাইব্রেকার সম্পাদনা

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
  5. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
  6. যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
    1. হলুদ কার্ড = −১ পয়েন্ট;
    2. এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
    3. লাল কার্ড = −৩ পয়েন্ট;
    4. হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
  8. লটারি।

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Status
  ভারত ১২ +১২ Qualified for Knockout stage
  ভুটান (H) ১৩ +৯
  মালদ্বীপ ২১ −২১
২ অক্টোবর ২০১৮ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: SAFF
(H) স্বাগতিক।
ভারত  ৪–০  ভুটান
দেভনিতা রায়  ৩৫'৫০'
মনিশা   ৬৪'
আশীম রোজা দেবী   ৬৭'
SAFF AIFF

ভুটান  ১৩–০  মালদ্বীপ
ইয়াশে বিধা   ৩'৭'
সোনাম চোদেন   ১৬'৪১'৪৪'৮৬'
নামজিয়েল দেন   ১৯'৫০'
গেল্লিয়ে ওয়াংমো   ২১'৭২'
সুক মায়ে গেল্লিয়ে   ৩৫'
জামিয়াং চোদেন   ৬৭'
তান্দিন জাংমো   ৮৪'
সাফ

মালদ্বীপ  ০–৮  ভারত
সাফ এআইএফএফ
  •   ১৬' অশীম রোজা দেবী
  •   ১৯' কারিশমা রাই
  •   ২২' (পে.) পাকপি দেবী
  •   ২৭' বি মারিয়াম্মাল
  •   ৩৪'৪৬' সোনি বেহরা
  •   ৫৭' সানজিদা কুমারি
  •   ৬২' (আ.গো.) জান্নাত আদম

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Status
  বাংলাদেশ ১৯ +১৮ Qualified for Knockout stage
    নেপাল ১৩ +১১
  পাকিস্তান ২৯ −২৯
২ অক্টোবর ২০১৮ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: SAFF
নেপাল    ১২–০  পাকিস্তান
রেখা পাউদেল   ৫'১৭'১৯'৩২'৩৮'৭১'৭৪'
সারু লিম্বু   ৪৭'
রেশমি কুমারি ঘিসিং   ৬৭'
আলিশা জিম্বা  ৮২'
মানজালি কুমারি য়ুনজান   ৮৭'
মনিশা রাউত  ৯২'
প্রতিবেদন

পাকিস্তান  ০–১৭  বাংলাদেশ
প্রতিবেদন   ১০'৩০'৪০'৬২'৭৩'৭৬'৯০'সিরাত জাহান স্বপ্না
  ৭'১৩'২২'৭১'মার্জিয়া
  ৩৭' মিশরাত জাহান মৌসুমি
  ৫৮'আখি খাতুন
  ৭৪'কৃষ্ণা রানী সরকার
  ৮৭' তহুরা খাতুন
  ৩২'৬৯' (পে.) শিউলি আজিম


নকআউট পর্ব সম্পাদনা

ব্রাকেট সম্পাদনা

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৫ অক্টোবর –
 
 
  ভারত১(১)
 
৭ অক্টোবর –
 
    নেপাল১(৩)
 
    নেপাল
 
৫ অক্টোবর –
 
  বাংলাদেশ
 
  বাংলাদেশ
 
 
  ভুটান
 
তৃতীয় স্থান
 
 
৭ অক্টোবর –
 
 
  ভারত
 
 
  ভুটান

সেমি-ফাইনাল সম্পাদনা

ভারত  ১–১    নেপাল
জবামণি টুডু   ৬২' সাফ এআইএফএফ   ১৫' রশ্মি কুমারী ঘিসিং
পেনাল্টি
১–৩
  •   রেখা পাউডেল
  •   পূজা রানা
  •   অঞ্জনা রানী মাগার
  •  

বাংলাদেশ  ৪–০  ভুটান
  • সানজিদা আক্তার   ২'
  • মিশরাত জাহান মৌসুমী   ৪৫+৩'
  • কৃষ্ণা রানী সরকার   ৬০'
  • শামসুন্নাহার   ৮৬' (পে.)

তৃতীয় স্থান সম্পাদনা

ভুটান  ০–১  ভারত
  •   ৭২' দেবনীতা রায়

ফাইনাল সম্পাদনা

বাংলাদেশ  ১–০    নেপাল
মাসুরা পারভীন   ৪৯'


গোলদাতা সম্পাদনা

এই প্রতিযোগিতায় ১০টি ম্যাচে ৬৫টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৬.৫টি গোল।

৮টি গোল

৭টি গোল

  •   রেখা পাউডেল

৪টি গোল

  •   মারজিয়া
  •   সোনম চোডেন

৩টি গোল

২টি গোল

১টি গোল


বিজয়ী সম্পাদনা

 ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন 
 
বাংলাদেশ
প্রথম শিরোপা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SAFF U18 Women's Championship draw held"saffederation. org। ২৮ জুলাই ২০১৮। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা