২০২১ পুরুষ মহাদেশীয় কাপ

২০২১ পুরুষ মহাদেশীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রোমানিয়ার ইলফোভ কাউন্টির মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটিতে স্বাগতিক রোমানিয়ার সঙ্গে অংশগ্রহণ করে চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মাল্টা, লুক্সেমবুর্গহাঙ্গেরি[১] এ টুর্নামেন্টেই হাঙ্গেরি দল নিজেদের প্রথম আনুষ্ঠানিক পুরুষ ‍টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে।[২] অংশগ্রহণকারী দলসমূহকে দুটি গ্রুপে ভাগ করা হয়, এবং প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[৩] ২০১৯ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টটির পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল অস্ট্রিয়া[৪]

২০২১ পুরুষ মহাদেশীয় কাপ
তারিখ২ সেপ্টেম্বর ২০২১ – ৫ সেপ্টেম্বর ২০২১
তত্ত্বাবধায়কক্রিকেট রোমানিয়া
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক রোমানিয়া
বিজয়ী রোমানিয়া
রানার-আপ লুক্সেমবুর্গ
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১১
সর্বাধিক রান সংগ্রহকারীহাঙ্গেরি জিশান খান কুকিখেল (২৬৩)
সর্বাধিক উইকেটধারীলুক্সেমবুর্গ বিক্রম বিঝ (৯)

টুর্নামেন্টের ফাইনালে লুক্সেমবুর্গকে হারিয়ে বিজয়ী হয় রোমানিয়া।[৫]

দলীয় সদস্য সম্পাদনা

  চেক প্রজাতন্ত্র[৬]   বুলগেরিয়া   মাল্টা[৭]   রোমানিয়া[৮]   লুক্সেমবুর্গ[৯]   হাঙ্গেরি[১০]
  • অরুণ অশোকন (অধি.)
  • কুশলকুমার মেন্ডন (সহ-অধি.)
  • আলি ওয়াকার
  • কাইল গিলহাম
  • কায়ুল মেহতা
  • নাভিদ আহমেদ
  • বৈশাখ জগন্নিবাসন
  • সত্যজিৎ সেনগুপ্ত
  • সমীর বত্থগে
  • সাবাউন দাভিজি
  • সাহিল গ্রোভার (উই.)
  • সুদেশ বিক্রমসেকারা
  • স্মিত প্যাটেল
  • হিলাল আহমদ (উই.)
  • প্রকাশ মিশ্র (অধি.)
  • অক্ষয় হরিকুমার
  • আতাগুল আহমধেল
  • ইভায়লো কাতজারস্কি
  • ইশান অরবিন্দ দে সিলভা
  • ওমর রসুল (উই.)
  • কেভিন দ্‌'সুজা
  • জেকব অ্যালবিন (উই.)
  • ডেলরিক ভারগিজ
  • দিমো নিকোলোভ
  • নিকোলায় ইয়োরদানোভ
  • বখতিয়ার তাহিরি
  • ভাসিল হ্রিস্তোভ (উই.)
  • মুকুল কাদিয়ান
  • হ্রিস্তো লাকোভ
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা
  • ইন্দিকা পেরেরা
  • ওয়াসিম আব্বাস
  • জন গ্রিমা
  • জিশান খান
  • নিরাজ খান্না
  • বরুণ তমোতরম
  • বেসিল জর্জ
  • মুহাম্মদ বিলাল
  • লি টাক
  • সুহৃদ রায়
  • স্যামুয়েল আকুইলিনা (উই.)
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • হারুন মুগল
  • রমেশ সতীশন (অধি.)
  • আফতাব কায়ানি
  • আব্দুল শুকুর (উই.)
  • আসিফ আবদুল্লাহ
  • ইজাজ হুসেইন
  • ইমরান হায়দার (উই.)
  • ওয়াকার আব্বাসি
  • কোসমিন জাভোইউ
  • গোহর মনন
  • তরনজিৎ সিং
  • ধর্মেন্দ্র মানানি
  • পাভেল ফ্লোরিন
  • বসু সাইনি
  • শান্তনু বশিষ্ট
  • শিবকুমার পেরিয়ালওয়ার (উই.)
  • সাত্বিক নাদিগোটলা (উই.)
  • সামি উল্লাহ
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • অংকুশ নন্দ
  • অদ্বৈত মানেপাল্লি (উই.)
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • আতিফ কামাল খান
  • উইলিয়াম কোপ (উই.)
  • জেমস বার্কার
  • টনি হোয়াইটম্যান
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • বিক্রম বিঝ
  • মার্কাস কোপ
  • মোহিত দীক্ষিত
  • অভিজিত আহুজা (অধি.)
  • খাইবার দেলদার (সহ-অধি.)
  • অভিষেক আহুজা (উই.)
  • অভিষেক রাজ
  • অশঙ্কা ভেলিগামাগে
  • আলি ইয়ালমাজ
  • জাহির সাফি মোহাম্মদ (উই.)
  • জিশান খান কুকিখেল
  • নিশান্ত লিয়ানাগে
  • মার্ক দে ফোঁতেন
  • সঞ্জয় কুমার
  • সত্যদীপ অশ্বত্থনারায়ণ (উই.)
  • সন্দীপ মোহনদাস
  • সালমান খান
  • হর্ষবর্ধন মানধ্যান

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  লুক্সেমবুর্গ +১.৬৯২
  মাল্টা +১.৪৮৪
  বুলগেরিয়া −৩.৫৪৯

     সেমিফাইনালে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

২ সেপ্টেম্বর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ  
১৮৭/৪ (২০ ওভার)
  বুলগেরিয়া
১২৫ (১৮.৪ ওভার)
টিমোথি বার্কার ৭৮ (৫৯)
মুকুল কাদিয়ান ২/৩৪ (৪ ওভার)
কেভিন দ্‌'সুজা ৩১ (১৯)
মোহিত দীক্ষিত ৩/১৯ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৬২ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিমোথি বার্কার (লুক্সেমবুর্গ)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওমর রসুল, ভাসিল হ্রিস্তোভ, মুকুল কাদিয়ান (বুলগেরিয়া) ও অমিত হালভবি (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।
  • এটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে লুক্সেমবুর্গের সর্বোচ্চ রানের ইনিংস।

২ সেপ্টেম্বর ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
মাল্টা  
১২৮/৯ (২০ ওভার)
  লুক্সেমবুর্গ
১৩১/৬ (১৯.৪ ওভার)
বরুণ তমোতরম ২৮ (২২)
বিক্রম বিঝ ৪/১৯ (৩ ওভার)
টনি হোয়াইটম্যান ৫৭* (৫৫)
ওয়াসিম আব্বাস ১/১৫ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৪ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রম বিঝ (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেসিল জর্জ (মাল্টা) ও অমিত ধিংরা (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।

৩ সেপ্টেম্বর ২০২১
১২:৩০
স্কোরকার্ড
বুলগেরিয়া  
১১২/৯ (২০ ওভার)
  মাল্টা
১১৩/৩ (১১.৪ ওভার)
হ্রিস্তো লাকোভ ৬২* (৬০)
মুহাম্মদ বিলাল ৪/১০ (৪ ওভার)
বিক্রম অরোরা ৪৯* (৩৯)
হ্রিস্তো লাকোভ ২/৩০ (৪ ওভার)
মাল্টা ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অরুণ কুমার চন্দ্রশেখরন (রোমানিয়া) ও অ্যান্ড্রু বেগ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ বিলাল (মাল্টা)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  রোমানিয়া (H) +১.০৭৫
  হাঙ্গেরি −০.০৭৫
  চেক প্রজাতন্ত্র −১.০০০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     সেমিফাইনালে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

২ সেপ্টেম্বর ২০২১
১২:৩০
স্কোরকার্ড
হাঙ্গেরি  
১৬৫/৬ (২০ ওভার)
  চেক প্রজাতন্ত্র
১৬০/৭ (২০ ওভার)
জিশান খান কুকিখেল ৭৫ (৪৯)
কায়ুল মেহতা ৩/১৮ (৩ ওভার)
সুদেশ বিক্রমসেকারা ৫৮ (৪১)
জিশান খান কুকিখেল ২/২৭ (৩ ওভার)
হাঙ্গেরি ৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অ্যান্ড্রু বেগ (রোমানিয়া) ও সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান কুকিখেল (হাঙ্গেরি)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কায়ুল মেহতা, বৈশাখ জগন্নিবাসন (চেক প্রজাতন্ত্র), অভিজিত আহুজা, অভিষেক রাজ, অশঙ্কা ভেলিগামাগে, আলি ইয়ালমাজ, খাইবার দেলদার, জাহির সাফি মোহাম্মদ, জিশান খান কুকিখেল, নিশান্ত লিয়ানাগে, সত্যদীপ অশ্বত্থনারায়ণ, সন্দীপ মোহনদাস ও হর্ষবর্ধন মানধ্যান (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

৩ সেপ্টেম্বর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
রোমানিয়া  
২১১/৮ (২০ ওভার)
  চেক প্রজাতন্ত্র
১৭৬ (১৯.৩ ওভার)
সাত্বিক নাদিগোটলা ৩৮ (২৩)
কাইল গিলহাম ২/৩৪ (৪ ওভার)
অরুণ অশোকন ৫১ (৩০)
সামি উল্লাহ ৩/৩০ (৪ ওভার)
রোমানিয়া ৩৫ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি উল্লাহ (রোমানিয়া)
  • চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ সেপ্টেম্বর ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
রোমানিয়া  
১৯৫/৬ (২০ ওভার)
  হাঙ্গেরি
১৮৭ (১৯.৫ ওভার)
রমেশ সতীশন ৭৬ (৪১)
হর্ষবর্ধন মানধ্যান ৩/৩৩ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ৭৬ (৪১)
আসিফ আবদুল্লাহ ৫/৩০ (৪ ওভার)
রোমানিয়া ৮ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ আবদুল্লাহ (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মার্ক দে ফোঁতেন ও সঞ্জয় কুমার (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
  • আসিফ আবদুল্লাহ প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১১]

প্লেঅফ সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  ৫ম স্থান নির্ধারণী
এ৩    বুলগেরিয়া ১৩৭/৬ (২০)
বি৩    চেক প্রজাতন্ত্র ১৪১/৩ (১৬.২)

  সেমিফাইনাল     ফাইনাল
                 
  এ১   লুক্সেমবুর্গ ১৭৯/৬ (২০)  
  বি২   হাঙ্গেরি ১৭৭/৯ (২০)    
      বি১   রোমানিয়া ১৫৬ (১৯.৫)
      এ১   লুক্সেমবুর্গ ১২৩/৯ (২০)
  বি১   রোমানিয়া ২০২/৮ (২০)    
  এ২   মাল্টা ১৬৬/৮ (২০)   ৩য় স্থান নির্ধারণী
 
বি২   মাল্টা ১৭০/৫ (২০)
  এ২   হাঙ্গেরি ১৭১/২ (১৮.২)

৫ম স্থান নির্ধারণী সম্পাদনা

৪ সেপ্টেম্বর ২০২১
০৯:০০
স্কোরকার্ড
বুলগেরিয়া  
১৩৭/৬ (২০ ওভার)
  চেক প্রজাতন্ত্র
১৪১/৩ (১৬.২ ওভার)
হ্রিস্তো লাকোভ ৬৪* (৫৮)
নাভিদ আহমেদ ৩/১৭ (৪ ওভার)
বৈশাখ জগন্নিবাসন ৫৫ (৪১)
জেকব অ্যালবিন ১/২০ (২ ওভার)
চেক প্রজাতন্ত্র ৭ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অভয় মাল্যন (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাভিদ আহমেদ (চেক প্রজাতন্ত্র)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অক্ষয় হরিকুমার (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

সেমিফাইনাল সম্পাদনা

১ম সেমিফাইনাল সম্পাদনা

৪ সেপ্টেম্বর ২০২১
১২:৩০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ  
১৭৯/৬ (২০ ওভার)
  হাঙ্গেরি
১৭৭/৯ (২০ ওভার)
ইয়োস্ত মেস ৪৩ (২৯)
জিশান খান কুকিখেল ৩/৩৭ (৪ ওভার)
সত্যদীপ অশ্বত্থনারায়ণ ৪১* (১৯)
বিক্রম বিঝ ৩/২১ (৩.৩ ওভার)
লুক্সেমবুর্গ ২ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অভয় মাল্যন (রোমানিয়া) ও অ্যান্ড্রু বেগ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রম বিঝ (লুক্সেমবুর্গ)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমিফাইনাল সম্পাদনা

৪ সেপ্টেম্বর ২০২১
১৫:৩০
স্কোরকার্ড
রোমানিয়া  
২০২/৮ (২০ ওভার)
  মাল্টা
১৬৬/৮ (২০ ওভার)
তরনজিৎ সিং ৯১ (৫৭)
ওয়াসিম আব্বাস ৫/৩৭ (৪ ওভার)
বিক্রম অরোরা ৪২ (৩৮)
পাভেল ফ্লোরিন ২/৩ (১ ওভার)
রোমানিয়া ৩৬ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: তরনজিৎ সিং (রোমানিয়া)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াসিম আব্বাস প্রথম মাল্টীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১২]

ফাইনাল সম্পাদনা

৫ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
রোমানিয়া  
১৫৬ (১৯.৫ ওভার)
  লুক্সেমবুর্গ
১২৩/৯ (২০ ওভার)
সাত্বিক নাদিগোটলা ৫৫ (৩৮)
বিক্রম বিঝ ২/২৫ (৩.৫ ওভার)
অদ্বৈত মানেপাল্লি ২২ (১৯)
আফতাব কায়ানি ২/৭ (২ ওভার)
রোমানিয়া ৩৩ রানে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: সৈয়দ আতিফ নাকভি (রোমানিয়া) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ আবদুল্লাহ (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী সম্পাদনা

৫ সেপ্টেম্বর ২০২১
১৩:৩০
স্কোরকার্ড
মাল্টা  
১৭০/৫ (২০ ওভার)
  হাঙ্গেরি
১৭১/২ (১৮.২ ওভার)
বেসিল জর্জ ৪৮ (৪৬)
অভিষেক রাজ ২/৩৫ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ২/৩৫ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ৮২ (৪২)
বিক্রম অরোরা ১/১৯ (৩.২ ওভার)
হাঙ্গেরি ৮ উইকেটে জয়ী
মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠ, মোয়ারা ভ্ল্যসিয়েই
আম্পায়ার: অভয় মাল্যন (রোমানিয়া) ও অ্যান্ড্রু বেগ (রোমানিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান কুকিখেল (হাঙ্গেরি)
  • হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত অবস্থান সম্পাদনা

অবস্থান দল
  রোমানিয়া
  লুক্সেমবুর্গ
  হাঙ্গেরি
  মাল্টা
  চেক প্রজাতন্ত্র
  বুলগেরিয়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Czech Republic men's squad announced for 6-nation Continental Cup in Romania"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  2. "Two wins for Luxembourg as Continental Cup underway"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Romania to host 6-nation Continental T20I Cup in September 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ 
  4. "Austria triumphant in 5-nation Continental T20I Cup in Romania"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "Luxembourg and Romania to face off in Continental Cup final"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  6. @CzechCricket (২৭ জুলাই ২০২১)। "Czech Men's National Team for the Continental Cup Sep 1 - 6 2021" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Malta men's squad announced for Continental Cup in Romania"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Meet Romania's men's squad participating in the Continental Cricket Cup, at Moara Vlasiei, Romania between 02 and 05 September, 2021"ক্রিকেট রোমানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "Luxembourg men's squad announced for 6-nation Continental Cup T20I event"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১ 
  10. "Happy to announce the National squad travelling to Romania to compete in intercontinental cup. All the best boys"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  11. "23-year-old bowler spewed 'fire', took 5 wickets for the first time in T20 match"নিউজ জাতীয় রাজধানী অঞ্চল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  12. "Global Game: Romania crowned Continental Cup champions with record T20I wins"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা