২০২১–২২ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের ওমান সফর
সংযুক্ত আরব আমিরাত পুরুষ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওমান সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের অংশ হিসেবে গণ্য হয়। এর পূর্বে টুর্নামেন্টটির ৪র্থ পর্ব ও ৮ম পর্বে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো পুনঃসূচিত করা হয় এ সিরিজের অংশ হিসেবে।[২][৩] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৪]
২০২১–২২ সংযুক্ত আরব আমিরাত পুরুষ ক্রিকেট দলের ওমান সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
ওমান | সংযুক্ত আরব আমিরাত | ||
তারিখ | ৫ ফেব্রুয়ারি ২০২২ – ৮ ফেব্রুয়ারি ২০২২ | ||
অধিনায়ক | জিশান মাকসুদ | আহমেদ রাজা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাত ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জতিন্দর সিং (১৪৯) | চিরাগ সুরি (১৬৫) | |
সর্বাধিক উইকেট |
কলিমুল্লাহ (৬) বিলাল খান (৬) | বাসিল বিন আব্দুল হামিদ (৭) |
ওডিআই সিরিজটির পরে উভয় দল একটি চতুর্দেশীয় সিরিজ ও টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে, যে টুর্নামেন্টগুলো পরবর্তীতে ওমানেই অনুষ্ঠিত হয়।[৫][৬]
সিরিজে সংযুক্ত আরব আমিরাত ২–০ ব্যবধানে জয়ী হয়, যেখানে তৃতীয় ম্যাচটি টাই হয়।[৭][৮]
দলীয় সদস্য
সম্পাদনাওমান[৯] | সংযুক্ত আরব আমিরাত[১০] |
---|---|
|
|
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
চিরাগ সুরি ১১৫ (১২৫)
কলিমুল্লাহ ৩/৪৩ (১০ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মুহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত)-এর ওডিআই অভিষেক হয়।
- চিরাগ সুরি (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১১]
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
শোয়েব খান ৬৮ (৫৯)
বাসিল বিন আব্দুল হামিদ ৫/১৭ (৬.২ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- রাজা আকিফউল্লাহ খান (সংযুক্ত আরব আমিরাত)-এর ওডিআই অভিষেক হয়।
- বাসিল বিন আব্দুল হামিদ (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১২]
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
কাশ্যপ প্রজাপতি ৫৭ (৮৯)
কাশিফ দাউদ ৩/৪১ (৯.৩ ওভার) |
কাশিফ দাউদ ৫২ (৫২)
নেস্টর ধাম্বা ৩/২০ (১০ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Oman to host UAE in February 2022 to complete postponed CWC League 2 fixtures"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১।
- ↑ "UAE cricket match against Oman called off following death of Sultan Qaboos"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০।
- ↑ "Tri-series in Namibia called off, Oman cricket team flying back"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- ↑ "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- ↑ "Ireland to play quadrangular tournament"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ "ICC Men's T20 World Cup Qualifier A to begin in Oman on 18 February"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ "UAE fall just short of series clean-sweep in Oman despite Kashif Daud heroics"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Action packed third ODI between Oman and UAE ends in a tie"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Oman to play three-match ODI series against UAE"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ECB Announce teams that will represent the UAE ahead of intense 3-series campaign in Oman"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Chirag Suri century underpins record-breaking ODI win for UAE against Oman"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Hameed and Rizwan star as UAE go two from two against Oman"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২।