২০২০–২১ জিম্বাবুয়ে ক্রিকেট দলের পাকিস্তান সফর
জিম্বাবুয়ে ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য পাকিস্তান সফর করে, যা অক্টোবর থেকে নভেম্বর ২০২০-এ অনুষ্ঠিত হয়। [১][২]
২০২০-২১ জিম্বাবুয়ে ক্রিকেট দলের পাকিস্তান সফর | |||
---|---|---|---|
পাকিস্তান | জিম্বাবুয়ে | ||
তারিখ | ৩০ অক্টোবর – ১০ নভেম্বর ২০২০ | ||
অধিনায়ক | বাবর আজম | চামু চিভাভা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বাবর আজম (২২১) | ব্রেন্ডন টেলর (২০৪) | |
সর্বাধিক উইকেট | চারজন বোলার প্রত্যেকে পাঁচ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শাহীন আফ্রিদি প্রত্যেকে পাঁচটি করে উইকেট নিয়েছে।</ref> | ব্লেসিং মুজারাবানি (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বাবর আজম (পাকিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বাবর আজম (১৩৩) | ওয়েসলি মাধেভেরে (১০৩) | |
সর্বাধিক উইকেট | উসমান কাদির (৮) | ব্লেসিং মুজারাবানি (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | উসমান কাদির (পাকিস্তান) |
দলীয় সদস্য
সম্পাদনাওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ৩০ অক্টোবর ২০২০
১২:০০ (দিন/রাত) |
ব
|
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- হারিস রউফ (পাকিস্তান) তার ওডিআই অভিষেক হয়।
- বাবর আজম পাকিস্তানের অধিনায়কত্ব ওডিআই প্রথমবার।
- ব্রেন্ডন টেলর তিনটি ফর্ম্যাটে জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক সেঞ্চুরির সাথে ব্যাটসম্যান হওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৭তম সেঞ্চুরি করেছিলেন।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: পাকিস্তান ১০, জিম্বাবুয়ে ০।
২য় ওডিআই
সম্পাদনা ১ নভেম্বর ২০২০
১২:০০ (দিন/রাত) |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- হায়দার আলী ও মুহাম্মদ মুসা (পাকিস্তান) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
- ইফতিখার আহমেদ (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: পাকিস্তান ১০, জিম্বাবুয়ে ০।
৩য় ওডিআই
সম্পাদনা ৩ নভেম্বর ২০২০
১২:০০ (দিন/রাত) |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- খুশদিল শাহ (পাকিস্তান) তার ওডিআই অভিষেক হয়।
- ইফতিখার আহমেদ (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: জিম্বাবুয়ে ১০, পাকিস্তান ০।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা ৭ নভেম্বর ২০২০
১৫:৩০ (দিন/রাত) |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উসমান কাদির (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
- এটিই হবে প্রথম টি২০আই ম্যাচ এই ভেন্যুতে খেলেছে।
২য় টি২০আই
সম্পাদনা৩য় টি২০আই
সম্পাদনা ১০ নভেম্বর ২০২০
১৫:৩০ (দিন/রাত) |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আবদুল্লাহ শফিক (পাকিস্তান), ফারাজ আকরাম ও মিল্টন শুম্বা (জিম্বাবুয়ে) সব তার টেস্ট অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Pakistan confirms Zimbabwe tour"। Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Uncapped Faraz Akram in Zimbabwe's training squad for Pak tour"। Cricbuzz। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।