২০২০–২১ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
ইংল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা জানুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২] মূলত, সফরটি ২০২০ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সিরিজের কারণে স্থগিত করা হয়েছিল ২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী। [৩]
২০২০-২১ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ||
তারিখ | ১৪ – ২৬ জানুয়ারি ২০২১ | ||
অধিনায়ক | দিমুথ করুনারত্নে | জো রুট | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যাঞ্জেলো ম্যাথিউস (২১৩) | জো রুট (৪২৬) | |
সর্বাধিক উইকেট | লাসিথ এম্বুলদেনিয়া (১৫) | ডম বেস (১২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জো রুট (ইংল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাপ্রস্তুতিমূলক খেলা
সম্পাদনা৮–৯ জানুয়ারি ২০২১
|
ব
|
||
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় টস।
- বৃষ্টির কারণে ২য় দিনে কোনও খেলা সম্ভব হয়নি।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা১৪–১৮ জানুয়ারি ২০২১
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ড্যান লরেন্স (ইংল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
- দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা) টেস্টে তার ৪,০০০ তম রান করেছেন।
- অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) টেস্টে তার ৬,০০০ রান করেছেন।
- জো রুট (ইংল্যান্ড) টেস্টে তার ৮,০০০ তম রান।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৬০, শ্রীলঙ্কা ০।
২য় টেস্ট
সম্পাদনা২৩–২৭ জানুয়ারি ২০২১
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রমেশ মেন্ডিস (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) নিয়েছিল তার টেস্টে ৩০তম পাঁচ উইকেট শিকার।
- ইংল্যান্ড টেস্টে প্রথম দল হয়ে প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েছিল সিম ও দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট সহ স্পিন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৬০, শ্রীলঙ্কা ০।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "England in Sri Lanka: Mickey Arthur 'positive' Joe Root's side will travel"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।
- ↑ "England expect South Africa tour go-ahead after quarantine agreement is reached"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০।
- ↑ "England tour of Sri Lanka cancelled amid COVID-19 spread"। ESPN Cricinfo। ১৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |