২০২০–২১ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

ইংল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা জানুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হয়। [][] মূলত, সফরটি ২০২০ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সিরিজের কারণে স্থগিত করা হয়েছিল ২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী[]

২০২০-২১ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা ইংল্যান্ড
তারিখ ১৪ – ২৬ জানুয়ারি ২০২১
অধিনায়ক দিমুথ করুনারত্নে জো রুট
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অ্যাঞ্জেলো ম্যাথিউস (২১৩) জো রুট (৪২৬)
সর্বাধিক উইকেট লাসিথ এম্বুলদেনিয়া (১৫) ডম বেস (১২)
সিরিজ সেরা খেলোয়াড় জো রুট (ইংল্যান্ড)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট
  শ্রীলঙ্কা   ইংল্যান্ড

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা
৮–৯ জানুয়ারি ২০২১
১৮৪/২ঘো (৫০ ওভার)
জো রুট ৭৪* (১১৭)
ম্যাসন ক্রেন ১/৩৭ (5 overs)
১২০/৬ (৩৮ ওভার)
অলি পোপ ৫৮* (৯১)
অলি রবিনসন ২/১৫ (৪ ওভার)
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় টস।
  • বৃষ্টির কারণে ২য় দিনে কোনও খেলা সম্ভব হয়নি।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৪–১৮ জানুয়ারি ২০২১
১৩৫ (৪৬.১ ওভার)
দিনেশ চান্ডিমাল ২৮ (৭১)
ডম বেস ৫/৩০ (১০.১ ওভার)
৪২১ (১১৭.১ ওভার)
জো রুট ২২৮ (৩২১)
দিলরুয়ান পেরেরা ৪/১০৯ (৩৬.১ ওভার)
৩৫৯ (১৩৬.৫ ওভার)
লাহিরু থিরিমানে ১১১ (২৫১)
জ্যাক লিচ ৫/১২২ (৪১.৫ ওভার)
৭৬/৩ (২৪.২ ওভার)
জনি বেয়ারস্টো ৩৫* (৬৫)
লাসিথ এম্বুলদেনিয়া ২/২৯ (১২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ড্যান লরেন্স (ইংল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
  • দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা) টেস্টে তার ৪,০০০ তম রান করেছেন।
  • অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) টেস্টে তার ৬,০০০ রান করেছেন।
  • জো রুট (ইংল্যান্ড) টেস্টে তার ৮,০০০ তম রান।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৬০, শ্রীলঙ্কা ০।

২য় টেস্ট

সম্পাদনা
২৩–২৭ জানুয়ারি ২০২১
৩৮১ (১৩৯.৩ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১০ (২৩৮)
জেমস অ্যান্ডারসন ৬/৪০ (২৯ ওভার)
৩৪৪ (১১৬.১ ওভার)
জো রুট ১৮৬ (৩০৯)
লাসিথ এম্বুলদেনিয়া ৭/১৩৭ (৪২ ওভার)
১২৬ (৩৫.৫ ওভার)
লাসিথ এম্বুলদেনিয়া ৪০ (৪২)
ডম বেস ৪/৪৯ (১৬ ওভার)
১৬৪/৪ (৪৩.৩ ওভার)
ডম শিবলি ৫৬* (১৪৪)
লাসিথ এম্বুলদেনিয়া ৩/৭৩ (২০ ওভার)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "England in Sri Lanka: Mickey Arthur 'positive' Joe Root's side will travel"BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 
  2. "England expect South Africa tour go-ahead after quarantine agreement is reached"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০ 
  3. "England tour of Sri Lanka cancelled amid COVID-19 spread"ESPN Cricinfo। ১৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা