২০১৯ এমটিভি মুভি ও টিভি পুরস্কার
এমটিভি মুভি ও টিভি সংবর্ধনা'র ২৮ তম সংস্করণ
২০১৯ এমটিভি মুভি ও টিভি পুরস্কারটি ক্যালির্ফোনিয়া, সান্তা মনিকা, বারকার হাঙ্গার থেকে ১৭ই জুন ২০১৯ সোমবার সম্প্রচারিত হবে তার সম্প্রচার স্থান হিসেবে দেখাতে। পুরস্কার অনুষ্ঠানটি প্রযোজনা করবে জাকারি লেভি.[১][২]
২০১৯ এমটিভি মুভি ও টিভি পুরস্কার | |
---|---|
তারিখ | সোমবার, ১৭ জুন ২০১৯ |
অবস্থান | বারকার হাঙ্গার, সান্তা মনিকা, ক্যালির্ফোনিয়া |
দেশ | যুক্তরাষ্ট্র |
উপস্থাপক | জাকারি লেভি |
টেলিভিশন/রেডিও কভারেজ | |
নেটওয়ার্ক | এমটিভি |
পরিবেশনাকারী
সম্পাদনাএমটিভি ১৬ মে ২০১৯ প্রাথমিক কিছু অভিনেতাদের নাম ঘোষণা করেছে।[৩]
- লিজ্জো
- মার্টিন গ্যারিক্স, ম্যাকলিমোর এবং প্যাট্রিক স্টাম্প – "সামার ডেজ"
মনোনীত
সম্পাদনামনোনীত পূর্ণ তালিকা ১৪ই মে, ২০১৯ ঘোষণা করা হয়।[৪] বিজয়ীদেরকে প্রথমে তালিকাভূক্ত করা হয়েছে গাঢ় আকারে।.
সেরা চলচ্চিত্র | সেরা অনুষ্ঠান |
---|---|
চলচ্চিত্রে সেরা অভিনয়শিল্পী | অনুষ্ঠানে সেরা অভিনয়শিল্পী |
সেরা কৌতুকাভিনয় | অতি ভীত-সন্ত্রস্ত অভিনয় |
সেরা নায়ক | সেরা খলনায়ক |
সেরা চুম্বন | সেরা ফাইট |
| |
সেরা তথ্যচিত্র | সেরা রিয়েলিটি রয়্যালটি |
সেরা প্রযোজক | সেরা সাফল্য-অর্জন কাজ |
সেরা বাস্তব জীবন নায়ক | সেরা স্মরণীয় মুহুর্ত |
|
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Pedersen, Erik (২০১৯-০৪-২৩)। "MTV Movie & TV Awards Has Its Host – Just Say Shazam!"। Deadline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৩।
- ↑ Bell, Crystal (২০১৯-০৪-২৩)। "Zachary Levi Is Hosting The 2019 MTV Movie & TV Awards"। MTV (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৩।
- ↑ Aniftos, Rania। "Lizzo, Martin Garrix, Patrick Stump and Macklemore Set to Perform at 2019 MTV Movie & TV Awards"। Billboard। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ Yang, Rachel (মে ১৪, ২০১৯)। "Avengers, Game of Thrones & RBG Lead MTV Movie & TV Awards Nominations"। Variety। মে ১৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৯।